কষ্ট হলেও পরের ম্যাচ খেলতে চান হৃদয়
- ক্রীড়া প্রতিবেদক
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন খাদের কিনারায় তখন সেখান থেকে টেনে তুলেন তৌহিদ হৃদয় ও জাকের আলি অনিক। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দু’জনের ১৫৪ রানের জুটি লজ্জার রেকর্ড থেকে বাঁচায় টাইগাদের। জাকের ৬৮ রানে আউট হলেও নিজের ইনিংসকে প্রথমবারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগারে নিয়ে যান হৃদয়। শেষ ওভারে ১০০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট বাংলাদেশ থামে ২২৮ রানে। নিজে সেঞ্চুরি করলেও দল জিততে না পারার আক্ষেপ হৃদয়ের কণ্ঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় লেখেন, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটির মূল্য তার কাছে খুব একটা নেই। কারণ, দল হেরেছে! আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়।’
এই সেঞ্চুরি করার পথে পায়ে টান পড়ে হৃদয়ের। ব্যথা নিয়েই অনেকটা সময় ব্যাট করেছেন। পরের ম্যাচেও খেলার জন্য সবটা দিয়ে চেষ্টা করবেন এই মিডল অর্ডার ব্যাটার। ‘শতরানের জন্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ। হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন্য আরো ভালো হতো। পরের ম্যাচে ফিরতে চাই, যত কষ্টই সহ্য করতে হোক না কেন।’
হৃদয়-জাকেরের প্রশংসায় রোহিত-রমিজ
বিপর্যয়ে দাঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা হৃদয় জানিয়েছেন, টস জিতে ব্যাটিংয়ে কোন ভুল ছিল না, ‘আমরা টস জিতলে ব্যাটিং করবো, এ বিষয়ে পরিষ্কার ছিলাম।’ ওই বিপর্যয়ে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেন সাতে ব্যাট করতে নামা জাকের আলী। তারা ১৫৪ রানের জুটি গড়েন। তাদের দু’জনের প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ‘হৃদয় ও জাকেরকে কৃতিত্ব দিতে হবে। তারা দারুণভাবে ইনিংসটা মেরামত করেছেন।’
বাংলাদেশ, ভারতের গ্রুপেই পড়েছে পাকিস্তান। হৃদয়-জাকেরের প্রশংসা করতে গিয়ে পাকিস্তানের প্রসঙ্গ টানলেন রমিজ রাজা। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ পাকিস্তানি এই ধারাভাষ্যকার বলেন, ‘জাকের এবং হৃদয়ের জুটি থেকে চাইলে পাকিস্তান অনেক কিছু শিখতে পারে। ৩৫ রানে ৫ উইকেট পড়ার পর তারা যেভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে এবং ইনিংসটা টেনে নিয়েছে, সেটা অনেক বড় কিছু। পাকিস্তানের কথা বলার কারণ পাকিস্তান এরপর খেলবে বাংলাদেশের বিপক্ষে।’
ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন শান্ত
অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন স্পিনাররা। তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতাকেই দায় দিয়েছেন শান্ত। ফিল্ডিংয়েও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে। যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো বলে মনে করেন শান্ত। ‘পাওয়ার প্লেতে ৫ উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে। তবে জাকের এবং হৃদয় দারুণ ব্যাটিং করেছে। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ভালো করেছে। মাঠে আমরা বেশ কিছু ভুল করেছি। ক্যাচ মিস এবং কিছু রান আউট মিস করেছি। যা করতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারতো। এছাড়া নতুন বলে কয়েকটি উইকেট নিতে পারলে ম্যাচটা ভিন্ন হতে পারতো।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা