ইউরোপা লিগে শেষ ষোলতে প্রতিপক্ষ যারা
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আয়াক্স-ফ্রাঙ্কফুট
ভিক্টরিয়া প্লাজেন-লাজ্জিও
রোমা-অ্যাথলেটিক বিলবাও
রিয়াল সোসিয়েদাদ-ম্যানচেস্টার ইউনাইটেড
ফেনেরবাচ-রেঞ্জার্স
এফসি স্টেউয়া বুকুরেস্টি-লিঁও
বোডো-গ্লিমেট-অলিম্পিয়াকোস
এজে আলকমার-টটেনহ্যাম
ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করার পর শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে অ্যাথলেটিকো মাদ্রিদকে চেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। মূলত ভ্রমণ ঝক্কি এড়াতেই এই চাওয়া ফরাসি ফুটবল তারকার। সুইজারল্যান্ডের নিয়নে গতকাল রাউন্ড অফ সিক্সটিনের ড্রতে চাওয়া অনুযায়ীই প্রতিপক্ষ পেলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। প্লে অফে ম্যান সিটিকে উড়িয়ে দেয়ার পর কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে মুখোমুখি হচ্ছে মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বীদের। শেষ ষোলোর প্রথম লেগে আগামী ৪ মার্চ মোকাবেলার পর ফিরতি লেগ ১১ মার্চ। এদিন ড্র অনুষ্ঠিত হয়েছে ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগেরও।
স্পেনের আরেক জায়ান্ট ক্লাব বার্সেলোনা পেয়েছে তুলানামূলক সহজ প্রতিপক্ষ। ইউরোপ সেরার প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়নরা শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে বেনফিকার। গ্রুপ পর্বে পর্তুগালের এই ক্লাবকে ৪-৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে হারানো বার্সা চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে। এ দিকে কোনোমতে প্লে অফ নিশ্চিত করে ব্রেস্টকে উড়িয়ে দেয়া পিএসজির প্রতিপক্ষ লিভারপুল। দুর্দান্ত ছন্দে থাকা ফরাসি ক্লাবটির বিপক্ষে আর্নে স্লটের লিভারপুলের জমজমাট এক লড়াই দেখা যেতে পারে।
প্রতিযোগিতার এই পর্বে বাড়তি উত্তাপ ছড়ানো ম্যাচের আভাস মিলছে বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুজেনের ম্যাচটি। অল জার্মান ম্যাচে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে বাভারিয়ানরা মুখোমুখি হচ্ছে জাভি আলোনসোর ক্লাবের বিপক্ষে। আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড পেয়েছে ফরাসি ক্লাব লিলেকে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন এসি মিলানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা ফেইনুর্ডের প্রতিপক্ষ আরেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। আর্সেনালের প্রতিপক্ষ এবারের আসরের অন্যতম চমক নেদারল্যান্ডের ক্লাব পিএসভি। অ্যাস্টন ভিলা খেলবে বেলজিয়ামের ক্লাব বুর্গের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদের আছে করুণ ইতিহাস। দুই বছরের ব্যবধানে দুইবার শিরোপার খুব কাছে গিয়েও নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে হারের তীব্র যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অ্যাথলেটিকোকে। ২০১৩-১৪ ও ১৫-১৬ মৌসুমে ওই দুই ফাইনাল হারের আসরে আবার রিয়ালের বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নেয় ক্লাবটি। ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় এবার কি রিয়ালকে হারিয়ে সেই শিরোপা হাতছাড়ার ক্ষতে প্রলেপ দিতে পারবেন সিমিওনে, নাকি আরেকবার টুর্নামেন্টের রেকর্ড সর্বোচ্চ চ্যাম্পিয়নদের বিপক্ষে করুণ বিদায়ের পুনারাবৃত্তির স্বাক্ষী হতে হবে আর্জেন্টাইন এই কোচকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা