দিবালায় শেষ ষোলোতে রোমা
- ক্রীড়া ডেস্ক
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ড্র করার পর ফিরতি লেগে রোমাঞ্চকর জয়ে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে এএস রোমা। ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে গতকাল পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। ঘরের মাঠে জয়ের ম্যাচে জোড়া গোল করেন পাউলো দিবালা। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের জোড়ার সাথে শেষ দিকে বদলি নামা পিসিল্লির গোলে রোমাঞ্চকর জয় পায় রোমা। শেষ ষোলোর লড়াইয়ে দিবালার ক্লাবের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও।
প্রতিযোগিতার অন্য ম্যাচে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেন্ট গিলোইস দশজনের দলে পরিণত হওয়া আয়াক্সকে ২-১ গোলে হারালেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বিদায় নিয়েছে। বেলজিয়ামের আরেক ক্লাব আন্ডারলেখটকে দুই লেগ মিলিয়ে ২-৫ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে হোসে মরিনহোর তার্কিশ ক্লাব ফেনেরবাচে। আগের লেগে ২-১ গোলে জেতা স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ ফিরতি লেগেও ডেনমার্কেও ক্লাব এফসি মিডজিল্যান্ডের বিপক্ষে ৫-২ ব্যবধানে জিতে নিশ্চিত করেছে রাউন্ড অফ সিক্সটিন।
স্টেডিও অলিম্পিকোতে সমতায় থেকে মাঠে নেমে ২৭ মিনিটে পিছিয়ে পড়ে রোমা। লক্ষ্যভেদ করেন পোর্তোর স্প্যানিশ ফরোয়ার্ড স্যামুয়েল অ্যাঘিহুয়া। এরপর ঘরের মাঠে দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে ৩৫ ও ৩৯ মিনিটে বল জালে পাঠান দিবালা। ৮৭ মিনিটে মাঠ ছাড়ার আগে দুর্দান্ত ফুটবল উপহার দেন আলবিসেলেস্তেদের এই তারকা। গোল করার পাশাপাশি দু’টি দারুণ সুযোগ সৃষ্টি করা দিবালা লক্ষ্যে শট নেন মোট ৬টি।
২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া রোমার পরের গোলটি আসে ৮৩ মিনিটে। এর আগে ৫১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোর্তোর মিডফিল্ডার স্টিফেন ইউস্টাকুইয়ো। এরপর আর ম্যাচে ফেরা হয়নি তাদের। তবে শেষ দিকে আত্মঘাতী এক গোলে নাটকীয়তার আভাস মিলে। তবে যোগ করা ৬ মিনিটের ওই গোল কেবল ম্যাচের ব্যবধানই কমিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা