জীবন পেয়েই রেকর্ড জাকের-হৃদয়ের
- ক্রীড়া প্রতিবেদক
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৯
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই কোনঠাসা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩৫ রানে হারায় ৫ উইকেট। জাকের আলী ও তৌহিদ হৃদয় জীবন না পেলে বাংলাদেশের স্কোর একশ ছাড়াতো কি না সন্দেহ। জীবন পাওয়ার উভয়েই সুযোগ কাজে লাগান। ৬ষ্ঠ উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়েছেন তারা। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ উইকেটে এটি বাংলাদেশের রেকর্ড জুটি এবং ভারতের বিপক্ষেও তাদের যে কোনও উইকেটে সর্বোচ্চ। দু’জনের এই জুটির ওপর ভর করে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশের ইনিংস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দলকে টেনে তোলেন জাকের ও হৃদয়। ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৬ষ্ঠ উইকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্ক বাউচার ও জাস্টিন কেম্প মিলে ১৩১ রানের জুটি গড়েছিলেন। এতদিন পর্যন্ত ওটাই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের জুটি। মোহালিতে অনুষ্ঠিত ওই ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ৪২ রানে ৫ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। এরপর প্রতিরোধ গড়েন বাউচার ও কেম্প। ওই ম্যাচে পাকিস্তানকে ১২৪ রানে হারিয়েছিল প্রোটিয়ারা।
গতকাল নিজের প্রথম বলেই জীবন পান জাকের। অক্ষর প্যাটেলের বলে তার ক্যাচ গিয়েছিল স্লিপে। কিন্তু রোহিত ক্যাচ নিতে ব্যর্থ হন। এরপর আরো একবার জীবন পেয়ে কুলদীপ যাদবের বলে দুই রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন জাকের। এরপর রবীন্দ্র জাদেজার স্পিন সামলে হৃদয়ও তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত দেড়শ ছাড়ানো রানের জুটি গড়ে বিরাট কোহলিকে ক্যাচ দিয়ে মোহাম্মদ শামির বলে আউট হন জাকের। ১১৪ বলে ৪ চারে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। জাকেরের বিদায়ের পর থামে দুইজনের রেকর্ড রানের জুটি।
জাকের সেঞ্চুরি বঞ্চিত হলেও হৃদয় পেয়েছেন সেঞ্চুরির দেখা। ২০৬ বলে ১৫৪ রানের অবিশ্বাস্য জুটি করেছেন জাকের ও হৃদয়। চাপের মুখে দুর্দান্ত জুটি করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসই বদলে দিয়েছেন তারা। ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সবশেষ ওয়ানডেতেই গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট পড়ার পড় ১৫০ রান যোগ করেছিলেন জাকের ও মাহমুদুল্লাহ রিয়াদ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডও এখন হৃদয়-জাকেরের। ভারতের বিপক্ষে ষষ্ঠ উইকেটে প্রায় ২০ বছর পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন তারা। ২০০৫ সালে ১৩৩ রানের বন্ধন গড়েছিলেন শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও রাসেল আর্নল্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা