২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

অধিনায়ক ছাড়াই নারী ফুটবল দল ঘোষণা

-

আগে থেকেই জানা ছিল বিদ্রোহী ১৮ নারী ফুটবলারকে ডাকবেন না কোচ পিটার জেমস বাটলার। কাল সেটিই প্রমাণিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণায়। সাবিনারা কেউই ডাক পাননি আমিরাতগামী দলে। ২৩ সদস্যের এই দলের নেতৃত্বে কে থাকবেন সেটিও বলা হয়নি। যদিও ধারণা করা হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক এবং গত সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য আফঈদা খন্দকার প্রান্তির হাতেই উঠবে আর্মব্যান্ড। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ এই ম্যাচের জন্য দলে ডাক পাওয়াদের মধ্যে অধিকাংশই নতুন। কারণ তারা যে ১৮ জনের বিকল্প। ২৪ ফেব্রুয়ারি রওয়ানা হবে দল।
স্কোয়াডে অবশ্য সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের আটজন আছেন। এরা হলেন- গোলরক্ষক ইয়ারজান বেগম, মিলি আক্তার, ডিফেন্ডার কোহাতি কিসকু, আফঈদা, মিডফিল্ডার স্বপ্না রানী, মুনকি আক্তার, স্ট্রাইকার শাহেদা আক্তার রিপা ও আইরিন খাতুন।
অন্যরা হলেন- গোলরক্ষক মেঘলা রানী, ডিফেন্ডার জয়নব বিবি রিতা, সুরমা জান্নাত, মরিয়ম বিনতে হান্না, কানম আক্তার, অর্পিতা বিশ্বাস, মোসাম্মদ সুলতানা, মিডফিল্ডার হালিমা আক্তার, বন্যা খাতুন, ফরোয়ার্ড নবীরন খাতুন, সৌরভী আকন্দ প্রীতি, তনিমা বিশ্বাস, ঔষী খাতুন, অনন্ত বালা মাহাতো ও আকলিমা খাতুন।
দল সম্পর্কে কোচ বাটলার জানান, দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে। বাকিরা নতুন। এরা মাত্রই শিখছে। তাদের আরো সময় দিতে হবে। ধৈর্য ধরতে হবে। তারা ভুল করবে। আমরা সবাই ভুল করি। আর ভুল না করলে শেখা যায় না। আরো জানান, আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ফুটবলারদের ভদ্রতা-নম্রতার মধ্যেই কঠোর পরিশ্রম করতে হবে। নিজেদের সেরাটা দিয়েই দেশের প্রতিনিধিত্ব করবে।


আরো সংবাদ



premium cement