২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

চোটে নেই মাহমুদুল্লাহ নাহিদ আটকা কম্বিনেশনে

-


আগের দিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নাহিদ রানাকে নিয়ে একাধিকবার বলেছেন, ‘সে যদি খেলে, তাহলে সেরাটাই দিবে আশা করি।’ নাহিদ রানাকে নিয়ে ভারতীয় সাংবাদিকদের ব্যাপক কৌতূহলের মধ্যে এই ফাস্ট বোলারকে একাদশের বাইরে রাখার বার্তাই কি তবে দিয়ে রেখেছিলেন শান্ত! ভারত ম্যাচে নাহিদ রানাকে না খেলানোর কারণ চোট নয় বলেই নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। জানিয়েছেন, কম্বিনেশনের কারণে সে একাদশে নেই। নাহিদ আগের দিন আইসিসি অ্যাকাডেমি মাঠে দলের সঙ্গে অনুশীলনে ছিলেন, বোলিংও করেছেন। এদিকে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ চোটের জন্য খেলছেন না বলে জানিয়েছেন রাবীদ।

 


আরো সংবাদ



premium cement