দৌড়ের সাথে বাফুফের চুক্তি
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691744_161.jpg)
দেশীয় স্পোর্টস ব্র্যান্ড দৌড়ের সাথে দুই বছরের চুক্তি করেছে বাফুফে। বাংলাদেশ ফুটবলের সব জাতীয় দলের কিট স্পন্সর হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে বাফুফে। গতকাল বাফুফে ভবনে দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী এবং বাফুফের সহ-সভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম চুক্তি স্বাক্ষর করেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ নির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ নারী দল আরব আমিরাতে খেলবে। ঐ ম্যাচ দিয়েই দৌড়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। দৌড় নারী, পুরুষ উভয় দলকে বুট ও ট্রাভেল ব্যাগ ছাড়া আনুষঙ্গিক সব কিছুই বাফুফেকে সরবারহ করবে।
দৌড় ছাড়াও আরও তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছিল বাফুফে। এর মধ্যে দুটি ছিল বিদেশী প্রতিষ্ঠান। সবার মধ্যে দৌড়ের প্রস্তাব ছিল বাফুফের কাছে আকর্ষণীয়। ফাহাদ করিম বলেন, ‘সভাপতি তাবিথ আউয়াল কিট স্পন্সরের বিষয়ে মেইড ইন বাংলাদেশ ব্রান্ডের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং দৌড়ের প্রস্তাব আমাদের চাহিদার সঙ্গে মিলে যায়। কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। দৌড় আগে আমাদের স্যাম্পল দিয়েছে। সেটি নিয়ে দুই মাস পর্যবেক্ষণ করে তারপর তাদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছি।’
দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী বলেন, ‘২০২০ সালে একা ‘দৌড়’ শুরু করি। এখন আমাদের ৬০ জনের টিম। চেষ্টা করবো কোয়ালিটির সর্বোচ্চটা ধরে রাখতে। ’
আগামী দুই বছরের জন্য দৌড়ের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। এই মেয়াদে যেই দলই খেলুক সকলের কিট দিবে দৌড়। এই কিট স্পন্সর পাওয়ায় বাফুফের বার্ষিক প্রায় কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান ফাহাদ। এ ছাড়া বাংলাদেশ দলের জার্সি বাণিজ্যিকভাবে বিপণন হলে লভ্যাংশ পাবে বাফুফে। সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা জার্সির ক্ষেত্রে আবহাওয়া, সেলাই সব কিছু বিবেচনা করেই কিট স্পন্সর প্রতিষ্ঠান নির্বাচন করেছি। আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা