‘হেক্সা’ খাওয়া ব্রাজিলই শীর্ষে
- ক্রীড়া ডেস্ক
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
একেই বুঝি বলে, ‘ধাক্কা খেয়ে পাক্কা হওয়া’। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে বিধ্বস্ত হওয়ার পরের ম্যাচেই কলম্বিয়ার কাছেও হেরে যায় ব্রাজিল। টানা দুই ম্যাচ হারের পর গা ঝাড়া দিয়ে প্রতাপ দেখিয়েই ঘুরে দাঁড়িয়েছে সেলেকাওরা। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ছন্নছাড়া ব্রাজিল চূড়ান্ত পর্বে এসে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে চড়ে বসেছে। প্যারাগুয়েকে গত পরশু ৩-১ গোলে হারিয়ে চিলিতে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিট কেটেছে ব্রাজিল। একই দিন কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে বয়সভিত্তিক বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনাও।
আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলই সমান তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা ব্রাজিল আছে শীর্ষেই। আগামী শুক্রবার চূড়ান্ত পর্বে আবার দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের দ্বৈরথ। এই ম্যাচেই নিশ্চিত হওয়া যাবে, পয়েন্ট তালিকার চূড়ায় থেকে শিরোপা তুলবে কারা।
এই বছরের ২৭ সেপ্টেম্বর চিলিতে বসবে যুবাদের বিশ্বকাপের আসর এবং ১৯ অক্টোবরে ফাইনাল পর্দা নামবে টুর্নামেন্টের। বয়সভিত্তিক এই বিশ্বকাপ ম্যারাডোনা-মেসির দেশ আর্জেন্টিনা জিতেছে রেকর্ড ছয়বার। ব্রাজিল জিতেছে পাঁচবার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা