টাইগ্রেসদের নতুন কোচ সারোয়ার
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
হাসান তিলকারতেœ বাংলাদেশ নারী দলের দায়িত্ব ছাড়ার পর থেকেই গুঞ্জন ছিল দেশউ কোচ নিয়োগ দিতে পারে বিসিবি। এবার সেই পথেই পা বাড়াল দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থা। বেশ কয়েকজন দেশীয় কোচের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। এর মধ্যে অন্যতম ছিলেন সরোয়ার ইমরান। দেশের অন্যতম সেরা এই কোচকে খুঁজে নিতে কোনো অসুবিধাই হয়নি বিসিবির। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন সরোয়ার ইমরান।
বিসিবি সভাপতি হওয়ার পর থেকেই দেশীয় কোচদের নিয়োগ দেয়ার কথা বলে আসছিলেন ফারুক আহমেদ। সেই পথে এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। এর আগে মোহাম্মদ সালাহউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয় হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে সোহেল ইসলাম, রাজিন সালেহদের মতো কোচদেরও সুযোগ করে দেয়।
ফারুক আহমেদ বলেন, ‘তিলকারতেœ চলে যাওয়ায় তার জায়গায় সারোয়ারকে হেড কোচের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বোর্ডে এসেই বলেছিলাম, জাতীয় দলের সেট আপে বেশি বেশি স্থানীয় কোচ নিয়োগ দিতে চাই। এর আগে সালাউদ্দিনকে দায়িত্ব দিয়েছি। সামনে আরও মুখ আসবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা