১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

মার্চে বাংলাদেশে টেস্ট খেলবে জিম্বাবুয়ে

-

চলতি মাসে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশের নতুন বছরের ক্রিকেট মৌসুম শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী মার্চে আসবে আফ্রিকান দেশটি। পূর্বনির্ধারিত এই সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশ দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে সিলেট ও চট্টগ্রামে। দুই দেশের ক্রিকেট বোর্ড সূচি নির্ধারণে কাজ করে যাচ্ছে। চলতি মাসের শেষ দিকেই তা প্রকাশ করা হবে। দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২০ সালে। সর্বশেষ লড়াইয়ে ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement