১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

পর্যাপ্ত অনুশীলনবিহীন টাইগারদের চোখ শিরোপায়

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কোচ ফিল সিমন্সের ক্লাসে জাতীয় দলের ক্রিকেটাররা : নয়া দিগন্ত -

আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি। সেই ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের আপত্তিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ফাইনালের ভেনু পাকিস্তানেই। তবে ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইয়েই।
আইসিসির কোনো টুর্নামেন্ট মানেই বাংলাদেশের হতাশার গল্প। তবে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সুখস্মৃতিও আছে। সেবার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সেমিফাইনালে খেলেছিল টাইগাররা। আট বছর পর মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এবার সেমিফাইনালের বাধা উতরে শিরোপা জেতায় চোখ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের।
তিনি মনে করেন শিরোপা জেতার বিশ্বাস না থাকলে বাংলাদেশ এই অবস্থানেই থাকত না। সম্ভাব্য সেরা প্রস্ততি নিয়েই এই বিশ্ব আসরে খেলার কথা জানিয়েছেন সিমন্স। ‘যদি এটা বিশ্বাস না করতাম, তাহলে এখানে থাকতাম না। যখনই কোনো টুর্নামেন্টে খেলতে যাবেন, সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নেবেন।’
এরইমধ্যে এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতিও শুরু হয়েছে। জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার ব্যস্ত ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এক মাসের টুর্নামেন্টে টানা ম্যাচ খেলার ধকলের মধ্য দিয়ে গেছে টাইগার ক্রিকেটাররা। তাই শারীরিক ধকলও সামলাতে হয়েছে ক্রিকেটারদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর কোনো প্রভাব পড়বে না বলেই আশাবাদী সিমন্স।
তার কথায়, ‘আমাদের দুই দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে কোনো কথা আলাপ হয়নি খেলোয়াড়দের। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছে ৫০ ওভার ক্রিকেটের জন্য। আমার মনে হয় না বিপিএলের মানসিক ধকল প্রভাব ফেলবে।’
স্বরূপে ফিরবেন শান্ত
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফফর্ম কাটিয়ে এখনো ছন্দে ফিরতে পারেননি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দে ফিরবেন বাংলাদেশের অধিনায়ক, এমনটাই প্রত্যাশা ফিল সিমন্সের।
ফরচুন বরিশালের হয়ে খেলা পাঁচটি ইনিংসের মধ্যে চারটিতেই এক অঙ্কে আউট হয়েছেন শান্ত, এর মধ্যে একটিতে আবার খালি হাতেই ফিরেছেন। অবশিষ্ট ইনিংসে ৪১ রান আসে তার ব্যাটে। লম্বা সময় ধরে অফফর্মে থাকা শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই স্বরূপে ফিরবেন বলে বিশ্বাস সিমন্সের। বিশেষ করে ফরম্যাটটি ওয়ানডে এবং মানসিকভাবে শান্ত বেশ দৃঢ় হওয়ায় আশাবাদী সিমন্স। নেতৃত্বগুণের কারণেও শান্তর ওপর বেশ কিছুটা আত্মবিশ্বাস জন্মেছে ক্যারিবিয়ান এই কোচের। ‘আমি শান্তকে নিয়ে একটা কথা বলতে চাই, যখন সে বিপিএলে ম্যাচ খেলছিল না। তখন সে প্রায়ই এখানে আসত এবং নিজের অনুশীলনটা করত। সে খুবই পরিশ্রমী একজন ব্যাটার, সারাক্ষণ অনুশীলনের মধ্যেই থেকেছেÑ এটা দলের সবাইকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করবে।’
সিমন্স যোগ করেন, ‘আগেই বলেছি, এখানো ৫০ ওভারের ম্যাচ খেলা হয়নি। টি-২০ ম্যাচ হয়েছে। অধিনায়ক শান্ত অনেকগুলো ম্যাচ খেলেনি। মানসিকভাবে সে শক্ত আছে এবং এটাই আমরা দেখতে চাই। আমি শান্তকে নিয়ে আশাবাদী।’
এ দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাননি লিটন দাস, যদিও সুযোগ না পাওয়ার পর বিপিএলে তার ব্যাটে রানের ফোয়ারা ছুটেছে। আসরে ১১ ম্যাচে ৩৬.৮০ গড় এবং ১৪৩.১৯ স্ট্রাইক রেটে ৩৬৮ রান করেছেন এই ওপেনার। লিটন ফিরে আসার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন বলে জানিয়েছেন সিমন্স।
তিনি বলেন, ‘লিটনের সাথে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে, তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে। তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করেছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। এটাও মনে রাখতে হবে, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে।’
দলের সাথে যাচ্ছেন হাসান
গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণায় বড় চমক ছিল লিটন দাস ও শরিফুল ইসলামের বাদ পড়া। এবার জানা গেছে পেসার হাসান মাহমুদকে দলের সাথে নেয়া হচ্ছে। তবে টুর্নামেন্ট শুরু হলেই তাকে দেশে ফেরত পাঠানো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে রয়েছেন চার পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। সর্বশেষ বিপিএলে দারুণ বোলিং করেছেন হাসান মাহমুদ। সেই পারফরম্যান্স বিবেচনাতেই দলের সাথে যাচ্ছেন হাসান।


আরো সংবাদ



premium cement
সিলেটে ১৩ পুলিশ সদস্য ক্লোজড সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ভারতের বিহারের ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার : রিউমার স্ক্যানার ‘সাগর-রুনি হত্যায় সাবেক সরকার জড়িত’ আশুলিয়ায় কারখানাশ্রমিকের ঝুলন্ত লাশ, শ্রমিকদের বিক্ষোভ অপারেশন ডেভিল হান্ট: চুয়াডাঙ্গায় গ্রেফতার ৯ মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করল গুগল যশোরে মাইকে ঘোষণা দিয়ে বিএনপি নেতাদের ওপর আ’লীগের হামলা ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি স্ত্রীসহ সাবেক ওসি মাজহারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক গভর্নরকে ট্রাম্পের ক্ষমা

সকল