০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

আবাহনীতে হান্নান ইন সুজন আউট

-

আবাহনী ও খালেদ মাহমুদ সুজন, একে অপরের পরিপুরক। দেশের শীর্ষ ক্লাবটির প্রধান ক্রিকেট কোচের পদে প্রায় এক দশক থাকার পর অবশেষে সমাপ্তি। সুজনের সাথে আর চুক্তি নবায়ন করেনি অভিজাত ও ঐতিহ্যবাহী এই ক্লাবটি। নতুন কোচ হিসেবে সদ্য নির্বাচকের পদ ছাড়া হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে তারা। সুজন নিজেই জানালেন, না উনারা রাখছে না। দল সবই আমি করে দিয়েছি, কিন্তু শেষ সময়ে আমাকে রাখে নাই আরকি। উনারা হান্নানকে নিবে। আবাহনীও ফেসবুকে তাদের স্বীকৃত পাতায় লিখেছে, ‘আমাদের নতুন কোচ, আমাদের নতুন আশার আলো। স্বাগতম, হান্নান সরকার!’

কয়েক দিন আগে জাতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন হান্নান। কোচিংকে নতুন পেশা হিসেবে বেছে নেয়ার কথা জানান তিনি। তার শুরুটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসের সফলতম ক্লাবের সাথে। দেশের ক্ষমতার পালাবদলের প্রভাবে এমনিতে বেশ আক্রান্ত আবাহনী। ৫ আগস্টের পর ক্লাবটি হামলা ও লুটপাটের শিকার হয়। যদিও শীর্ষ স্তরের ফুটবলে শেষ পর্যন্ত চলতি মৌসুম খেলছে তারা, শীর্ষ ক্রিকেট লিগেও আবাহনী থাকছে কিছুটা নতুন আদলে। আগামী মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু হওয়ার কথা।
হান্নান নিশ্চিত করেছেন আবাহনীর কোচ হিসেবে নিয়োগ পাওয়ার কথা। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে শুরু হচ্ছে তার এই পথচলা। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নাহিদ রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকতদের মতো ক্রিকেটারদের নিয়ে দল গঠনের কাজ শুরু হয়েছে বলে জানান। আগামী সপ্তাহের মধ্যে দল গোছানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

২০১০ ও ২০১১ সালে লেভেল ওয়ান ও লেভেল টু কোর্স করেছেন হান্নান। এত দিন বিসিবির বিভিন্ন পর্যায়ে নির্বাচক হিসেবে কাজ করেছেন। এবার ডিপিএল দিয়ে তার কোচিং অধ্যায় শুরু হচ্ছে। এ বছরের ১ মার্চ থেকে হান্নানের পদত্যাগ কার্যকর হবে। তার মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিসিবির নির্বাচক হিসেবে থাকছেন তিনি। ২০, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দীর্ঘদিন বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করা হান্নান বিসিবির নির্বাচক প্যানেলে এসেছিলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের দায়িত্ব শেষে গত বছরের ফেব্রুয়ারিতে। গাজী আশরাফ হোসেন লিপু তখন বিসিবির প্রধান নির্বাচক হিসেবে আসেন। লিপু থাকলেও হান্নান আর এক মাসও নেই বিসিবিতে।


আরো সংবাদ



premium cement
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে `সাংবাদিকতায় মেধাস্বত্ত্বের চর্চা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে চাই : এ টি এম মাসুম আইন কেউ নিজের হাতে তুলে নেবে না সেটাই আমরা চাই : মেজর হাফিজ রোহিঙ্গা সঙ্কটের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসঙ্ঘ প্রধান আওয়ামী লীগের বড় শত্রু শেখ হাসিনা : আব্দুল্লাহ মুহাম্মদ তাহের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২ হলের নাম পরিবর্তন পুলিশের এক ডিআইজি ও তিনজন এসপি আটক ‘ফ্যাসিস্ট আ’লীগ দেশে দুঃশাসন কায়েম করেছিল’ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : ভিপি নূর গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, আহত ১

সকল