জ্যোতিদের কোচের পদ ছাড়লেন তিলকরত্নে
- ক্রীড়া প্রতিবেদক
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৫
জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কান হাসান তিলকরতেœ। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২০২২ সালের অক্টোবরে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিলকরতেœ। পরে সদ্য সমাপ্ত উইন্ডিজ সফর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়। বিসিবির নারী বিভাগের ইন-চার্জ হাবিবুল বাশার বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই তিনি আমাদের জানিয়েছিলেন, তিনি আর দায়িত্ব পালন করতে চান না।’
তিলকরতেœর অধীনে জাতীয় দলের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট ছিল না বিসিবি। সে কারণে এ লঙ্কান কোচের সাথে চুক্তি নবায়নের ব্যাপারে উৎসাহী ছিল না। বরং তিলকরতেœর বিকল্প খোঁজার কথা ভাবছিল। এবার একজন দেশী কোচকে দায়িত্ব দিতে চায় বিসিবি। সেক্ষেত্রে নিগারদের ড্রেসিংরুম সামলানোর দৌড়ে এগিয়ে আছেন মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের কোচ সারোয়ার ইমরান। এটি বুঝতে পেরে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ৮ ফেব্রুয়ারি উড়াল দেবেন শ্রীলঙ্কার উদ্দেশে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলে গ্রুপিংয়ের আলোচনা অনেক দিনের। কেউ এ নিয়ে কখনোই সেভাবে মুখ খোলেননি। তবে তিলকরতেœ জানালেন, ‘আমি যখন দায়িত্ব নিই, দলে কয়েকটা গ্রুপ ছিল। আমি গ্রুপিং বন্ধ করেছি। ক্রিকেটের ভালোর জন্য কিছু জিনিস বদলে স্বস্তির পরিবেশ তৈরি করেছি। আমি তাদের সমান দৃষ্টিতে দেখেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা