০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

‘আমিই সর্বকালের সেরা ফুটবলার’

‘আমিই সর্বকালের সেরা ফুটবলার’ -

বয়সের সাথে পাল্লা দিয়ে টগবগে তরুণের মতো এখনো প্রতিনিয়ত গোল করে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন মনে করেন অনেকেই। তবে পর্র্তুগিজ মহাতারকা সেরাদের একজন নয়; বরং নিজেকে সবার সেরাই মনে করেন। ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা, পেলে কিংবা এই প্রজন্মের লিওনেল মেসি নন, নিজেকেই সর্বকালের সেরা বলছেন আল নাসর তারকা।
সম্প্রতি স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগুইতো’য় দেয়া এক সাক্ষাৎকারে নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার দাবি করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন রোনালদো। সাক্ষাৎকারে ‘সিআর সেভেন’ বলেন, ‘একটা বিষয় হলো আপনি মেসি, পেলে, ম্যারাডোনাকে পছন্দ করতে পারেন এবং এই ব্যাপারটাকে আমি সম্মান করি; কিন্তু আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার চেয়ে ভালো কাউকে দেখিনি আমি এবং এটা আমি মন থেকেই বলছি।’ নিজেকে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার মনে করা রোনালদো বলেন, ‘আমি সব ক্ষেত্রে, আমি এগিয়ে, হেডে, বাঁ পায়ে, ডান পায়ে কিংবা পেনাল্টিকে, আমার চেয়ে পরিপূর্ণ খেলোয়াড় কেউ নেই।’
ক্ল¬াব ক্যারিয়ারে নিজের সেরা সময়টা রিয়াল মাদ্রিদেই কাটিয়েছেন বলে জানান রোনালদো। স্প্যানিশ এই জায়ান্ট ক্ল¬াবটিকে বিশ্বের সেরা ক্লাব মনে করেন তিনি। অবশ্য রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাতে নাকি যোগ দেয়ার সুযোগ এসেছিল রোনালদোর। ‘আমি যখন স্পোর্টিং লিসবনে ছিলাম তখন অনেকগুলো ক্লাবেই যোগ দেয়ার সুযোগ ছিল, বার্সেলোনা তাদের মধ্যে একটি। এই বার্সার ইতিহাসের সেরা ফুটবলার মেসির সাথে রোনালদোর দ্বৈরথের কথা কে না জানে? তবে মাঠে কেউ কাউকে ছেড়ে কথা না বললেও মাঠেই বাইরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার সাথে ভালো সম্পর্ক আছে বলেই জানান তিনি। ‘আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ছিল। আমাদের সম্পর্কটা কখনোই খারাপ ছিল না। একবার তো আমি তার ইংরেজির অনুবাদকও হয়েছি।’
ইউরোপের বাঘা বাঘা ক্ল¬াবে আধিপত্যের পর এখন সৌদি ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন রোনালদো। সৌদি প্রো লিগের মান নিয়ে সমালোচকরা প্রশ্ন তুললেও এই লিগকে বিশ্বের জনপ্রিয় অনেক লিগ থেকে এগিয়ে রাখছেন তিনি। বিশেষত যার সাথে আল নাসর তারকার সবচেয়ে বেশি তুলনা করা হয় সেই মেসির খেলা এমএলএস বা মেজর সকার লিগ। সৌদি লিগ ভালো কি না এমন প্রশ্নে রোনালদো বলেন, ‘অবশ্যই, এটি লজ্জার বিষয় যে লোকেরা আমেরিকার সাথে সৌদির তুলনা করে। শুধু সৌদি আরব হওয়ার কারণেই এই লিগটিকে অবমূল্যায়ন করা হয়। এই লিগটির আরো বেশি সম্মান প্রাপ্য।’


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ভিসি ড. জাহাঙ্গীর বান্দরবানে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উত্থানের ধারা অব্যাহত পুঁজিবাজারে পিরোজপুরে অটোরিকশাচাপায় স্কুলশিক্ষার্থী নিহত শেখ মুজিবের পরিবার আগাগোড়া স্বৈরতন্ত্রের অনুসরণ করেছে : দুদু চীনে কারাবন্দী লেখকের স্বাস্থ্য নিয়ে অস্ট্রেলিয়ায় উদ্বেগ প্রকাশ বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুরে জুলাই স্মারকের মোড়ক উন্মোচন গণহত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ গাজা নিয়ে কথা বলায় চাকরিচ্যুত সাংবাদিকের পাশে উসমান খাজা র‍্যাঙ্কিংয়ে উন্নতি রাবেয়া-মুর্শিদাদের

সকল