০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন রাজশাহীর বার্ল ও হারিস

-

বকেয়া টাকা না পেলে বিদেশী ক্রিকেটাররা দেশে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। গতকাল বিকেল পর্যন্ত টিম হোটেলেই ছিলেন পাঁচ বিদেশী ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। তাদের মধ্যে এক-দু’জন চুক্তির ২৫ শতাংশ অর্থ বুঝে পেয়েছেন। কেউ কেউ এমনো আছেন, যারা কোনো টাকাই পাননি। দুই সপ্তাহ ধরে দৈনিক ভাতাও দেয়া হয়নি তাদের। রাজশাহীর কোচ হিসেবে বিপিএলে ছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইজাজ আহমেদ। একজন সহকারীও সাথে এনেছিলেন তিনি। তারা দু’জনের কেউ-ই টাকা পাননি। ফ্র্যাঞ্চাইজির পক্ষে থেকে সবাইকে গতকাল বকেয়া মেটানোর আশ্বাস দেয়া হয়েছে। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর স্বত্বাধিকারীর সাথে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘কথা বলার সময় শেষ, এবার যদি পারিশ্রমিক পরিশোধ না করা হয়, তাহলে রাজশাহীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’ তাতেই টনক নড়ে ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের। খেলোয়াড়দের বকেয়া দিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন।
সে মোতাবেক গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে রাতেই কয়েকজন বিদেশী ঢাকা ছাড়ছেন, কেউ যাচ্ছেন আজ, টিকিট পাওয়া সাপেক্ষে আগামী ৫ তারিখের মধ্যে সবাই চলে যাবেন। তাদের দেয়া তথ্যমতে, জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল হারারের উদ্দেশে গত রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজে এবং পাকিস্তানি মোহাম্মদ হারিস রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজে লাহোরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। হেড কোচ পাকিস্তানি ইজাজ আজ ও মিগুয়েল কামিনস ৫ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন। বাদবাকি বিদেশীরা টিকিট পাওয়াসাপেক্ষে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো হবে।

 


আরো সংবাদ



premium cement