‘রাজপুত্র’ ফিরলেন রাজার বেশে
- ক্রীড়া ডেস্ক
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯
ব্রাজিল আর সান্তোসের রাজা একজনই। তিনি কিংবদন্তি পেলে। আর নেইমার হচ্ছেন ‘রাজপুত্র’। সান্তোস যখন তাদের রাজপুত্রকে আবার ফিরে পেল, তখন ক্লাবটি নেইমারকে বরণ করে নেয়ার ধরনটা ছিল এক শব্দে রাজসিক। ২০ হাজার দর্শকের চোখেমুখে উচ্ছ্বাস আর উন্মাদনা দেখে মনে হচ্ছিল বুঝি রূপকথার কোনো রাজ্যের হারিয়ে যাওয়া রাজাপুত্রকে ফিরে পেয়েছে রাজ্যের অধিবাসীরা। সবার মুখে তখন একই সুর, ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’।
যে মাটিতে ফুটবলবিশ্বকে মাতিয়ে রেখেছিলেন কিংবদন্তি পেলে, যেখানে নেইমার নিজেও হয়ে উঠেছিলেন আজকের নেইমার, সেখানে ফিরে সান্তোসের রাজপুত্র নিজের অনূভূতি প্রকাশ করেছেন হাসি আর কান্নার মিশ্রণে। সাও পাওলোর প্রকৃতি নেইমারকে বরণ করেছে একপশলা বৃষ্টির মধ্য দিয়ে। বৃষ্টির মধ্যেই মঞ্চে উঠেছেন ৩২ বছর বয়সী তারকা। মাটিতে মাথা ও হাত নুইয়ে দেখালেন, নিজের বিখ্যাত গোল উদযাপনের সাথে সান্তোসের মাটিতে খেয়েছেন চুমুও।
রাজপুত্রকে আপাতত ছয় মাস পাচ্ছে সান্তোস। পেলের বিখ্যাত সেই ১০ নম্বর জার্সি শোভা পাবে নেইমারের গায়ে। বহু স্মৃতি জমে থাকা এই ক্লাবে ফিরতে পারার অনুভূতি সংবাদ সম্মেলনে প্রকাশ করেন তিনি। সান্তোসের ফুটবলার বলেন, ‘কিছু সিদ্ধান্ত থাকে, যেটা ফুটবলীয় চুক্তির বাইরে। আল হিলালে ভালোই ছিলাম। পরিবার ভালো ছিল। কিন্তু কিছু ঘটনায় সিদ্ধান্তটি নিতেই হলো। অনুশীলনে নিজেকে অসুখী লাগছিল। ফেরার সুযোগটা পেয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি।’
সাও পাওলোর ভিলা বেলমিরোতে নেইমারের প্রত্যাবর্তনের উৎসব উদযাপনে এতটুকু কমতি রাখেনি সান্তোস। মূল আয়োজন শুরুর আগে অনুশীলন মাঠে গিয়ে নতুন সতীর্থ ও ক্লাব কর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসেন নেইমার। এরপর তুমুল আতশবাজির শব্দে আর আলোর ঝলকানির মধ্যে মাঠে প্রবেশ করেন নেইমার। সমর্থকদের অভিনন্দনের জবাব দেন দীর্ঘ সময় ধরে। একপর্যায়ে সবার উদ্দেশে বলেন, ‘ফিরতে পেরে আমি খুবই খুশি। একসাথে দারুণ সময় কাটিয়েছি আমরা এখানে। আরো অনেক কিছু দেখানোর ও করার বাকি আছে..।’ সবশেষ সংবাদ সম্মেলনে জানান, আল হিলাল থেকে নীড়ে ফিরে আসার গল্প।
সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই সান্তোসের জার্সিতে দ্বিতীয়বারের মতো অভিষেক ঘটছে নেইমারের। আগামী বুধবার কোপা লিবার্তোরেস চ্যাম্পিয়ন বোতাফোগোর মুখোমুখি হচ্ছে সান্তোস। এই ম্যাচেই যে নিজেদের রাজপুত্রের চিরাচরিত সেই ড্রিবলিং আর পায়ের নানান কারিকুরি দেখতে মুখিয়ে আছে পুরো দেশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা