০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

রেকর্ড জয় অস্ট্রেলিয়ার

-

৫ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ১৬৫ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ধনঞ্জয়া ডি সিলভার দল গুটিয়ে যায় ২৪৭ রানে। ১৫ উইকেট পতনের দিনে অস্ট্রেলিয়ার হয়ে বড় ভূমিকা রাখেন দুই স্পিনার ম্যাথিউ কুহনিম্যান ও নাথান লিয়ন। দুই স্পিনারের সামনে দাঁড়াতেই পারলেন না শ্রীলঙ্কার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে দু’জনেই লঙ্কার চার ব্যাটারকে সাজঘরের পথ দেখান। ফলে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ২৪২ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এটিই তাদের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ২০১২ সালে মেলবোর্নে ইনিংস ও ২০১ রানে। আর এশিয়ায়ও এটি বড় জয়ের রেকর্ড। ১৯৯৮ সালে ইডেন গার্ডেন্সে অসিরা ইনিংস ও ২১৯ রানে হারিয়েছিল ভারতকে। অপর দিকে সাদা পোশাকে এটিই বড় হার শ্রীলঙ্কার। আগের পরাজয়টি ২০১৭ সালে ইনিংস ও ২৩৯ রানে। নাগপুরে সেই টেস্টে তাদের প্রতিপক্ষ ছিল ভারত।
গলে অস্ট্রেলিয়া বিশাল এই জয়ের ভিত মূলত গড়ে দেন ব্যাটসম্যানরা। উসমান খাজা ডাবল সেঞ্চুরি, স্টিভেন স্মিথ ও জস ইংলিশের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে অসিরা। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করা খাজার হাতেই উঠে ম্যাচ সেরার পুরস্কার। পরে বাকি কাজটুকু সারেন স্পিনাররা। দুই ইনিংসে লঙ্কানদের ২০ উইকেটের মধ্যে স্পিনাররাই ঝুলিতে পুড়েছেন ১৭ উইকেট। এর মধ্যে প্রথম ইনিংসে ৫টির সাথে দ্বিতীয় ইনিংসে ৪টি নেন কুহনিম্যান। আর নাথান লিয়নের দুই ইনিংস মিলে ৭ উইকেট। বাকি একটি টপ মার্ফির। তিনটি উইকেট পেসার মিচেল স্টার্কের।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির বদৌলতে শ্রীলঙ্কা বেঁচে গেলেও রক্ষা হয়নি টেস্টের চতুর্থ দিনে। দিনের সপ্তম ওভারে আগের দিনের অপরাজিত ব্যাটার কুশল মেন্ডিসকে ২১ রানে ফেরান কুহনিম্যান। পরের ওভারেই লিয়নের বলে এলবিডব্লিউর শিকার লঙ্কানদের হয়ে একমাত্র ফিফটির দেখা পাওয়া চান্দিমাল (৭২)। শেষ ৫ উইকেট হারিয়ে মাত্র ৯ রান যোগ করে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ৪৮৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৬ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয় দিয়ে শুরু শ্রীলঙ্কার। পরের পাঁচ ব্যাটার ভালো শুরু করে ত্রিশ ছাড়ানো ইনিংস খেললেও দেখা পায়নি হাফ সেঞ্চুরির। দ্বিতীয় ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরির দেখা পান জেফরি ভ্যান্ডারসে। তার ব্যাট থেকে আসে ৫৩ রান আসার পর কুহনিম্যানের বলে স্টার্কের তালুবন্দী হলে জয়ের উল্লাসে ভাসে অস্ট্রেলিয়া। একই ভেনুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।


আরো সংবাদ



premium cement