২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

দারুণ জয়ে এখন অপেক্ষা শেষ ম্যাচের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া নাহিদাকে ঘিরে সতীর্থদের উল্লাস : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট -


ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের শেষ ম্যাচে হারালেই ২০২৫ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। তবে এসব সমীকরণে নজর নেই নিগার সুলতানা জ্যোতির। আপাতত বিদেশে সিরিজ জিততে মুখিয়ে আছেন এই অধিনায়ক। তার মতে সিরিজ জিতলেই সরাসরি বিশ^কাপ খেলার সুযোগ হয়ে যাবে। চলতি বছরের আগস্টে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দেশ।
পরশু রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে জ্যোতির ১২০ বলে খেলা ৬৮ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ করে ৪৮.৫ ওভারে ১৮৪ রান। স্বল্প পুঁজি নিয়েই অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে বাংলাদেশ। বল হাতে রাবেয়া, নাহিদা, মারুফা ও ফাহিমাদের অবদানে এই জয়।

দেশের বাইরে একটি সিরিজ অবশ্য বাংলাদেশ আগেও জিতেছে। ২০২১ সালে জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে প্রতিষ্ঠিত কোনো দলকে এখনো তাদের মাঠে সিরিজ হারাতে পারেনি টাইগ্রেসরা। ক্যারিবিয়ানদের দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বিসিবির ভিডিও বার্তায় জ্যোতি বলেন, ‘সমীকরণের চিন্তা এখনো করছি না। প্রথম ম্যাচ হারার এক দিন পরই দল এভাবে ঘুরে দাঁড়াল- এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। দু’টি পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। মোমেন্টাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দল সেটা পেয়েছে। এরপর জানান, শেষ ম্যাচে আমাদের চেষ্টা এটাই থাকবে। সিরিজ জয়ের চেষ্টা থাকবে। সেটি অর্জন করতে পারলে দলের জন্য অনেক বড় একটা মাইলফলক হবে। তখন বিশ্বকাপে খেলার সুযোগ অটো চলে আসবে।’
জ্যোতি আরো বলেন, ‘প্রথমত, দলের বিশ্বাস ছিল। যদিও রানটা অনেক কম। এসব উইকেটে ২০০ বেশি রান না করলে বোলারদের জন্য কাজটা অনেক কঠিন। তবে আমরা মাঠে নামার আগেই বলছিলাম যে, সবাই যেন জয়ের বিশ্বাস রাখি। পরিকল্পনা অনুযায়ী সময়মতো উইকেট নিতে পারলে জেতা সম্ভব।’
এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ডের সাথে সহাবস্থানে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৪৮.৫ ওভারে ১৮৪ (ফারজানা ১৮, মুর্শিদা ১২, শারমিন ১১, নিগার ৬৮, সোবহানা ২৩, ফাহিমা ৪, স্বর্ণা ২১, রাবেয়া ১, নাহিদা ৯, মারুফা ১*, তৃষ্ণা ০, ডটিন ১/৮, ফ্রেজার ১/২৫, অ্যালেইন ৩/২৪, ফ্লেচার ১/৩৬, রামহারাক ৪/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ : ৩৫ ওভারে ১২৪ (ম্যাথিউস ১৬, ক্যাম্পবেল ২৮, অ্যালেইন ১৫, ফ্রেজার ১৮*, রামহারাক ১৩, মারুফা ২/৩৫, নাহিদা ৩/৩১, রাবেয়া ২/১৯, ফাহিমা ২/১৭)।
ফল : বাংলাদেশ ৬০ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচ সিরিজ ১-১ সমতা।
ম্যাচ সেরা : নাহিদা আক্তার।


আরো সংবাদ



premium cement