২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

প্লে অফে চোখ ৩ দলের

-

জমে উঠেছে বিপিএলের পয়েন্ট টেবিল। অনেক দলই নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া। পিছিয়ে পড়া দলগুলো সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে উপরের দিকে জায়গা করে নেয়ার। রংপুর রাইডার্স টানা জয়ের ফলে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে প্লে-অফ। বাকি তিন পজিশনের জন্য চলছে লড়াই। তবে কেউ এখনো নিশ্চিত করতে না পারায় যুক্ত আছে টুর্নামেন্টের বাকি ছয় দলই। তলায় থাকা সিলেট স্ট্রাইকার্স কিংবা ঢাকা ক্যাপিটালস যেমন কাগজে কলমে টিকে আছে। তেমনি শীর্ষ তিনে থাকা চিটাগাং কিংস, ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স আছে আলোচনায়।
বিপিএলে সব দলই অন্তত সাত ম্যাচ করে পার করেছে। ৯ ম্যাচ পার করেছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। দল দু’টি যথাক্রমে ষষ্ঠ ও পঞ্চম। সবার শেষে থাকা সিলেট স্ট্রাইকার্সের বাকি চার ম্যাচ। খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল খেলেছে সাতটি করে ম্যাচ। শীর্ষে থাকা রংপুর রাইডার্স এবং চিটাগাং কিংস খেলেছে আটটি ম্যাচ। প্লে-অফের দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালোভাবে টিকে আছে বরিশাল ও চিটাগাং কিংস। নিজেদের বাকি থাকা ম্যাচগুলো থেকে অন্তত দু’টি করে ম্যাচ জিতলেই নিজেদের জায়গা পাকা করে ফেলবে তারা।
ফরচুন বরিশালের বাকি আছে পাঁচ ম্যাচ। সেখান থেকে মাত্র দুটিতে জিততে হবে প্লে-অফ নিশ্চিত করতে। তাদের প্রতিপক্ষ ঢাকা, সিলেট, চিটাগং ও খুলনা। এর মধ্যে খুলনার বিপক্ষে দুটো ম্যাচ বাকি তাদের। খুলনা টাইগার্স ৭ ম্যাচে ৩ জয় নিয়ে চতুর্থ স্থানে। প্লে-অফ নিশ্চিত করতে বাকি ৫ ম্যাচে অন্তত ৩টি জিততে হবে। তাদের প্রতিপক্ষ বরিশাল, সিলেট, রংপুর এবং ঢাকা। চিটাগাং এবং বরিশালের পর সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা তাদেরই। বাকি তিন দল দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালসের সামনে নিজেদের সবশেষ ম্যাচগুলো থেকে জয় ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই। এদের মাঝে রাজশাহীর প্রতিপক্ষ কিছুটা কঠিন। শেষ তিন ম্যাচে দুবার তারা খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। সবমিলিয়ে লিগ পর্বের শেষ অংশে বেশ শক্ত এক প্রতিদ্বন্দ্বিতাই পাচ্ছে বিপিএল।
৭ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে খুলনা টাইগার্স। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘সবারই লক্ষ্য কোয়ালিফাই করা। আমাদেরও লক্ষ্য সেটাই। পয়েন্ট টেবিলে আমরা আপাতত ভালো অবস্থানেই আছি। আশা করি আমরা আর কয়েকটি ম্যাচে জিততে পারলে কোয়ালিফাই করে আমরা পরবর্তী রাউন্ডে যাবো।’
প্লে অফে ওঠার ব্রতে আজ চট্ট্গ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা দেড়টায় মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং কিংস ও ঢাকা ক্যপিটালস এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের মোকাবেলা করবে খুলনা টাইগার্স।
১০ পয়েন্ট নিয়ে উড়ছে চিটাগং কিংস। পুরো দল উজ্জীবিত জানিয়ে মিথুন বলেন, ‘পিছনের কথা চিন্তাও করতে চাই না। এখন শুধুই সামনে তাকানোর পালা। দ্বিতীয় পজিশন ঠিক রেখেই প্লে অফে খেলতে চাই।’
ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা বলেন, সামনে তিনটি ম্যাচ যদি জিততে পারি, ১০ পয়েন্ট হবে। ১০ পয়েন্ট হয়ে গেলে যে কোনো কিছুই হতে পারে।’


আরো সংবাদ



premium cement
গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, কিছু পাওয়া যায়নি নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার সৈয়দপুরে ফ্লাইটের শিডিউল বিপর্যয়, আটকা শতাধিক যাত্রী তুরস্কের স্কি রিসোর্টে আগুনে মৃত্যু বেড়ে ৭৬ জেনিনে ইসরাইলি হামলায় নিহত ৯, আহত ৩৫ পলক-আতিক-সাদেক খান রিমান্ডে বিএনপির সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত আ’লীগ একাত্তরে বন্দুকের মুখে মানুষকে রেখে পালিয়েছিল, ২৪ সালে সে কাজই করেছে : মঈন খান বোমা হামলার হুমকি : তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বন্ধ ইমিগ্রেশন মালয়েশিয়া গমনেচ্ছুরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন

সকল