২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

তাসকিনের সামনে রেকর্ডের হাতছানি

-

বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয়বার এক আসরে ২০ উইকেট স্পর্শ করা পেসারের সামনে এখন রেকর্ডের হাতছানি। চিটাগং কিংসের বিপক্ষে তার দল দুর্বার রাজশাহী বিশাল ব্যবধানে হারলেও দুই উইকেট নেন তাসকিন। তাতে চলতি আসরে প্রথম বোলার হিসেবে ২০ উইকেট পূর্ণ করেন। বিপিএল এক আসরে ২০ উইকেট নেয়া তৃতীয় বোলার তিনি। এর আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান (২০১৭ ও ২০১৯) ও রুবেল হোসেনের (২০১৯ ও ২০১৯-২০)। তাসকিন ২২ উইকেট নিয়েছিলেন ২০১৯ আসরে সিলেট সিক্সার্সের হয়ে। তবে বিপিএলে ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩টি উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান।
তাসকিন এবার ৯ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট। প্রাথমিক পর্বে আরো তিনটি ম্যাচ বাকি রাজশাহীর। গত ম্যাচ থেকে দলের অধিনায়ক করা হয়েছে তাকে। চোটাঘাত ছোবল না দিলে সাকিবকে টপকে যেতে পারেন। এবার আসরের উদ্বোধনী ম্যাচ ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেট নিয়ে তাসকিন শুরু করেন বিপিএল অভিযান। পরের ম্যাচে তোলপাড় ফেলে দেন ক্রিকেট বিশ্বে। একাগাদা রেকর্ড গড়েন ১৯ রানে ৭ উইকেট নিয়ে। এরপর সাত ম্যাচের পাঁচটিতেই তিনি উইকেট পান দুটি করে।
পেসারদের মধ্যে বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ২২টি। তাসকিন নিজেও যেটি করেছিলেন ২০১৯ আসরে। এ ছাড়াও আরো পাঁচ পেসারের এই কীর্তি রয়েছে। ২০১৫ আসরে বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচেই ২২ উইকেট নিয়েছিলেন কেভন কুপার। ক্যারিবিয়ান এই পেসারের বোলিং অ্যাকশন পরে প্রশ্নবিদ্ধ হওয়ায় অকালে শেষ হয় ক্যারিয়ার। স্বীকৃত ক্রিকেটে শেষ ম্যাচটি খেলেন তিনি ২৯ বছর বয়সেই।
এ ছাড়াও ২০১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ২২ উইকেট শিকার করেন মাশরাফি বিন মর্তুজা, একই আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে সমান উইকেট নেন রুবেল হোসেন ও গত আসরে দুর্দান্ত ঢাকার হয়ে ২২ উইকেট আদায় করেন শরিফুল ইসলাম।
তাসকিনের কথা, আমি প্রতিটি ম্যাচে পরিস্থিতির দাবি অনুযায়ী ও নিজের অভিজ্ঞতা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। কয়েক বছর ধরে একই প্রক্রিয়ায় আছি যে, কিভাবে নিজের উন্নতি বের করা যায়। কিভাবে বিশ্বমানের হয়ে আরো শীর্ষে থাকা যায়।
এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে লঙ্কা প্রিমিয়ার লিগ ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলা হয়নি তাসকিন আহমেদের।
তাসকিনের কথায়, ‘দল না পেয়ে হতাশ নই। এখানে হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশ হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি মোটেও হতাশ নই। আমার তকদিরে যেটা আছে... সামনে অনেক সুযোগ আসবে ইনশা আল্লাহ।’


আরো সংবাদ



premium cement
গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, কিছু পাওয়া যায়নি নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার সৈয়দপুরে ফ্লাইটের শিডিউল বিপর্যয়, আটকা শতাধিক যাত্রী তুরস্কের স্কি রিসোর্টে আগুনে মৃত্যু বেড়ে ৭৬ জেনিনে ইসরাইলি হামলায় নিহত ৯, আহত ৩৫ পলক-আতিক-সাদেক খান রিমান্ডে বিএনপির সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত আ’লীগ একাত্তরে বন্দুকের মুখে মানুষকে রেখে পালিয়েছিল, ২৪ সালে সে কাজই করেছে : মঈন খান বোমা হামলার হুমকি : তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বন্ধ ইমিগ্রেশন মালয়েশিয়া গমনেচ্ছুরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন

সকল