জার্সিতে ‘পাকিস্তান’ আপত্তি ভারতের
- ক্রীড়া ডেস্ক
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
আগামী মাসে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের স্বাগতিক পাকিস্তান হলেও সেখানে খেলতে যাবে না ভারত। বিসিসিআইয়ের অনড় অবস্থানের কারণে অবশেষে এশিয়া কাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে আসে হাইব্রিড মডেল। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেনু সংযুক্ত আরব আমিরাতে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে সময় বাকি এক মাসেরও কম। এর মধ্যে আবার নতুন বিতর্ক তৈরি করেছে ভারত। নিজেদের জার্সিতে নাম রাখবে না আয়োজক পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিকদের নাম লিখতে বিসিসিআইয়ের অস্বীকৃতি জানানোর খবরে এবার ক্ষেপেছে পাকিস্তান। তবে আইসিসির এক কর্মকর্তা জানান, জার্সিতে লোগো এবং ‘পাকিস্তান’ দু’টিই থাকতে হবে।
বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে লেখা থাকে স্বাগতিক দেশের নাম ও সাল। কোনো কারণে টুর্নামেন্ট অন্য দেশে সরে গেলেও নাম থাকে আয়োজক দেশেরই। যেমন ২০২১ টি-২০ বিশ্বকাপের আয়োজক ভারত হলেও পরে তা সরে গিয়েছিল আরব আমিরাতে। সেই টুর্নামেন্টে সব দলের জার্সিতে আয়োজক হিসেবে লেখা ছিল ভারত ২০২১। এবার ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনু আরব আমিরাতে হলেও আয়োজক তো পাকিস্তানই।
ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ নামে আপত্তির কথা প্রকাশিত হওয়ায় ক্রিকেটে রাজনীতি মেশানোর অভিযোগ করেছে পিসিবি। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পিসিবির এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি আনছে, এ বিষয়টি খেলার জন্য মোটেও ভালো নয়। তারা পাকিস্তানে সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। আয়োজক দেশের নাম নিজেদের জার্সিতে ছাপাতেও চায় না। আমরা বিশ্বাস করি, আইসিসি এটি হতে দেবে না ও পক্ষ নেবে পাকিস্তানের।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা