০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

শেষ চারে কাব্য গায়েন

-

কলম্বোতে আয়োজিত আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপসে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের কাব্য গায়েন। বালক এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের কাব্য গায়েন ৩-৬, ৬-৩, ৬-২ গেমে শ্রীলঙ্কার পেইরিস পাত্তিয়াজকে হারিয়ে সেমিতে ওঠে। অপর কোয়ার্টারে বাংলাদেশের মো: আকাশ হোসেন ৩-৬, ৩-৬ গেমে পাকিস্তানের মুহাম্মদ সায়ান এর নিকট পরাজিত হয়। বালিকা এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের জান্নাত হাওলাদার ৩-৬, ১-৬ গেমে শ্রীলঙ্কার আনায়া জোয়ানির কাছে হেরে সেমিতে উঠতে ব্যর্থ হয়।


আরো সংবাদ



premium cement