০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

শীর্ষে রিয়াল চারে সিটি

ফের প্রেসিডেন্ট পেরেজ
-

বার্সেলোনা আর অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট হারানোর সুযোগ লুফে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত এক জয়ে পয়েন্ট টেবিলের রাজত্ব ফিরে পেয়েছে কার্লো অ্যানচেলোত্তির দল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সাথে ব্রাহিম দিয়াজ ও রদ্রিগোর গোলে লাস পালমাসকে গত পরশু ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল। দুর্দান্ত এই জয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে লস ব্ল্যাঙ্কোসরা।
এ দিকে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির ‘খুনে’ রূপ যেন আবার ফিলে এলো। ইপ্সউচের বিপক্ষে গুনে গুনে আধা ডজন গোল দিয়ে ৬-০তে জয় পেপ গার্দিওলার শিষ্যদের। পয়েন্ট টেবিলের নিচের সারির দলকে গোল বন্যায় হাবুডুবু খাইয়ে চারে উঠে এসেছে সিটি। ২২ ম্যাচে সিটিজেনদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। লিগের আরেক ম্যাচে ফের ঘরের মাঠ ওল্ড ট্যাফোর্ডে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক সময়ের প্রতাপ দেখানো ক্লাবটির এমন দুর্দশা দেখে কোচ আমোরিম হতাশ হয়ে বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের এই দলটিই বোধ হয় ক্লাবের ইতিহাসের সবচেয়ে বাজে দল।’
নিজেদের মাঠ সান্তাগুয়ে বার্নাবুতে লাস পালমাসের বিপক্ষে জয়ের পর পুরনো প্রেসিডেন্টকে আবারো নির্বাচিত করার ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। ২০০৯ সাল থেকে ইউরোপের সফলতম ক্লাবটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ফ্লোরেন্তিনো পেরেজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো ক্লাব প্রধানের দায়িত্বে থাকবেন।

প্রেসিডেন্টকে নতুন মেয়াদে পাওয়ার দিনে প্রতিপক্ষের বিপক্ষে খেলা শুরু হতে না হতেই গোল খেয়ে বসে রিয়াল। ম্যাচের ৩০ সেকেন্ডের আগেই ১-০তে পিছিয়ে পড়ে এমবাপ্পেরা। তবে এরপরের গল্পটা শুধুই রিয়ালের গোল উৎসবে ভেসে যাওয়ার। ম্যাচে মোট সাতবার লাস পালমাসের জালে বল পাঠিয়েছে স্বাগতিকরা। তবে অফসাইডের কারণে বাতিল হয় ৩ গোল। তার ওপর প্রতিপক্ষের গোলরক্ষকও ৯টি সেভ দিয়ে রিয়ালের আরো বড় জয় ঠেকায়। প্রথামার্ধেই হ্যাটট্রিক পেতে পারতেন এমবাপ্পে। ১৮ ও ৩৬ মিনিটে গোল পাওয়া এই ফরাসি তারকা ফরোয়ার্ডের একাধিক শট গোলরক্ষক ঠেকিয়ে দেয়ার সাথে একটি গোল ভিএআরেও বাদ পড়ে। এ ছাড়া বিরতির আগে ও পরে লক্ষ্যভেদ করেছেন দিয়াজ ও রদ্রিগো।
গার্দিওলার অধীনে এ নিয়ে ১৩ বার ৬ বা তার অধিক গোলের বড় জয়ের স্বাদ পেয়েছে ম্যানসিটি। আগের সেই সিটির পারফরম্যান্স ফিরে আসায় যারপরনাই খুশি সিটি বস গার্দিওলা। দুর্দান্ত জয়ে শীর্ষে চারে ফিরতে পেরে আনন্দিত আর্লিং হলান্ডদের কোচ বলেন, ‘আজ আমরা সত্যিই অনেক খুশি। পূর্ণ তিন পয়েন্ট পেয়ে ও চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়ার মতো অবস্থানে ফিরতে পেরে আমরা খুবই খুশি।’


আরো সংবাদ



premium cement