১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

চট্টগ্রামের তামিমভক্তরা আজ কী করবেন?

-

চট্টগ্রাম পর্বে আজ বেলা দেড়টায় পঞ্চম ম্যাচে স্বাগতিক চিটাগং কিংস লড়বে ফরচুন বরিশালের বিপক্ষে। আর সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। চিটাগং কিংসেরও ৮ পয়েন্ট। রানরেটের হিসাবে তারা তৃতীয় স্থানে। দুর্বার রাজশাহী ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। এদিকে ৬ ম্যাচে ২ জয় ও চার হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চমে খুলনা টাইগার্স। এদিকে গত পরশু চিটাগং কিংসকে (১৩১/৮) ৩৩ রানে হারিয়ে টানা আট জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স (১৬৪/৭)।
প্রথম ম্যাচ নিয়ে বিড়ম্বনায় থাকবেন দর্শক ভক্তরা। তামিম ঘরের ছেলে। খেলছেন বরিশালের হয়ে। চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল বরিশাল-ঢাকা। গ্যালারির বেশির ভাগ দর্শককে দেখা গেছে বরিশালের জার্সি গায়ে তামিমকে উৎসাহ দিতে। সবকিছু ঠিক থাকলে আজ স্বাগতিকদের বিপক্ষে বরিশালের জার্সি গায়ে মাঠে নামবেন তামিম। তখন চিটাগংয়ের দর্শকরা কি চাইবেন তামিম বেশি রান করুক কিংবা চার-ছক্কায় গ্যালারি মাতিয়ে রাখুক। তবে দর্শকরা উপভোগ করতে এবং দলকে জেতাতেই মাঠে যান। তারা প্রতিপক্ষের চার-ছক্কা যেভাবে উপভোগ করবেন তেমনি দলের জয়ও চাইবেন।
চোখ শীর্ষ দুইয়ে : মিথুন
নিজেদের মাঠে খেলা। মানসিকতায় একটু অ্যাডাভেন্টজ তো থাকবেই। তামিমের কারণে দর্শক সাপোর্ট সামান্য কিছু ভাগ হবে। তবে দলীয় হিসেবে বেশির ভাগ আমাদের দিকেই থাকবে। এটা একটা বাড়তি পাওনা। রংপুর অনেকটা এগিয়েই শীর্ষে। দুইয়ে থাকার জন্যই লড়াইটা হবে।
দলে স্পষ্ট বার্তা থাকে তামিমের : মালান
বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সর্বশেষ আসরে বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন তামিম ইকবাল। এবারো দলের নেতৃত্বে তিনি। ব্যাট হাতে সর্বশেষ আসরে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। এবারে অবশ্য সে রকম ফর্মে নেই, তবুও ভালো করছেন। তামিমের অধিনায়কত্বে মুগ্ধ বরিশালের বিদেশী ওপেনার ডেভিড মালান। ‘তামিম দারুণভাবে দল পরিচালনা করছে। কে খেলছে, কে খেলছে না, কেন খেলছে না এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিয়ে রাখে। দল খুশি, স্পিরিটও ভালো। চট্টগ্রাম তামিমের চেনা, ব্যাপারটা আমাদের সহায়তা করবে। তবে গত রাতের (শুক্রবার) ম্যাচে দেখলাম চিটাগং কিংস প্রচুর দর্শকের সমর্থন পেয়েছে। তারা ভালো খেলছে। দর্শক সমর্থন ওদের পক্ষে থাকলে অবাক হবো না। আমরা আমাদের খেলায় মনোযোগী।’
দেয়াল-আফতাবে আশাবাদী বিজয়
নতুন করে দুর্বার রাজশাহীর তাঁবুতে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার মার্ক স্টেফেন দেয়াল এবং আফগানিস্তান পেসার আফতাব আলম। আর তাদের নিয়েই জয়ের স্বপ্ন দেখছেন অধিনায়ক এনামুল হক বিজয়। ‘আশা করছি বোলিং এবং ব্যাটিং ঘাটতি পুষিয়ে দলকে সেরা চারে ধরে রাখতে সাহায্য করবেন নতুন রিক্রুটরা।’
ছোট ভুল আর নয় : মিরাজ
রংপুরকে হারানোর সহজ সুযোগ নষ্ট করায় এখনো পুড়ছে খুলনা টাইগার্স। জয়ের কাছাকাছি গিয়েও মোমেন্টাম ধরে রাখতে পারছে না মেহেদি হাসান মিরাজের দল। চট্টগ্রামে ভুলের পুনরাবৃত্তি করতে চান না তিনি। যদিও প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে হেরেছে তার দল। ‘ব্রত নিয়েই মাঠে নামবে খুলনা। রাজশাহীকে হারিয়ে চারে উঠতে চাই। ঢাকা পর্বের আগে সেরা চারেই থাকতে চাই।’


আরো সংবাদ



premium cement

সকল