১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

‘হামজার মতো ৩-৪ জন হলে ভালো হতো’

-

সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে বাফুফে ভবনে চলছে এএফসি ‘এ’ লাইসেন্স কোর্স। গতকাল থেকে শুরু হওয়া এই কোর্সে জাতীয় দলের ফুটবলারদের ব্যাপক উপস্থিতি। জামাল ভূঁইয়া, শাহাজউদ্দিন টিপু, মারুফ আহমেদ, ওয়ালী ফয়সাল, মামুনুল ইসলাম মামুন, দিদারুল হক, জাহেদ পারভেজ চৌধুরী, শাহেদুল আলম, মুরাদ আহমেদ মিলন, নারীদের মধ্যে জয়া চাকমা ও নেলী চাকমারা এই তালিকায়। কোর্স শুরু হওয়ার আগে জামাল ভূঁইয়া গ্রাস রুটের ব্যান্ড অ্যাম্পাসেডট হিসেবে বাফুফে টার্ফে অনুশীলনরত বাফুফে অ্যাকাডেমির ফুটবলারদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তাদের জার্সিতে অটোগ্রাফ দেন। সেই সময় বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, হামজা চৌধুরীর মতো আরো ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে এলে তা ফুটবলের জন্যই ভালো হতো। তার মতে, এটা বিশাল ব্যাপার। হামজা সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন।
উঠতি খেলোয়াড়দের প্রসঙ্গে ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডারের জবাব, আমার খুব ভালো লাগছে যে এরা ফুটবলার হতে চায়। আমিও ছোট ছিলাম। তখন আমারও কেউ না কেউ আদর্শ ছিল। এখন এই ফুটবলারদের কাছে আমি আদর্শ। এটা আমার জন্য গর্বের। তারা ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখে সে স্বপ্নপূরণে তাদের সক্রিয় হতে হবে।
এবার ক্লাব না পাওয়া জামালের খেলার কথা ব্রাদার্স ইউনিয়নে। তবে মধ্যে স্ত্রীকে সময় দিতে ডেনমার্ক থাকাকালীন সময়ে ডেনমার্কের একটি ক্লাবের সাথে অনুশীলন করেছেন। তখনই তিনি খবর পেয়েছেন বাংলাদেশের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে স্পোর্টস পারসোনালিটি বিভাগে তার নাম রাখাটা। এখন মধ্যবর্তী দলবদলে কি গতি হয় তার- সেটা দেখার বিষয়।


আরো সংবাদ



premium cement

সকল