১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

দিয়ালোর হ্যাটট্রিকে উদ্ধার ম্যানইউ

-

পয়েন্ট টেবিলের একেবারে তলানির দল সাউদাম্পটন। সর্বশেষ ২০ ম্যাচে যে দলটি ৪৪ গোল হজম করেছে, সেই দলের বিপক্ষে প্রায় হারতেই বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রেড ডেভিলসের উদ্ধারকর্তা হিসেবে আর্বিভাব ঘটে আমাদ দিয়োলোর। আইভেরি কোস্টের এই মিডফিল্ডার শুধু ম্যানইউর জয়ই নিশ্চিত করেননি, সাথে রেকর্ড গড়া এক হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছেন। প্রিমিয়ার লিগে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে গত পরশু সাউদাম্পটনের বিপক্ষে রুবেন আমোরিমের দল জিতেছে ৩-১ ব্যবধানে। দিয়োলোর অসাধারণ নৈপুণ্যে পাওয়া এ জয়ে ঘরের মাঠে লিগে টানা চতুর্থ হার ঠেকাল লিগের সফলতম ক্লাবটি। হতাশায় মোড়ানো মৌসুমে এই জয়ের পর ২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে উঠে এসেছে ম্যানইউ।

ঘরের মাঠে শুরু থেকেই অগোছালো খেলার খেসারত হিসেবে ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। কর্নার থেকে উড়ে আসা বল গোলমুখে ইউনাইটেডের মিডফিল্ডার মানুয়েল উগার্তের পিঠে লেগে জালে জড়ায়। এরপর সমতাসূচক গোলের জন্য মরিয়া আক্রমণ চালাতে থাকে তারা। ৮২ মিনিটে প্রথম গোলে ওল্ড ট্যাফোর্ডে শুরু হয় আমাদ নামক ‘টর্নেডো’। ম্যাচের শেষ ১০ মিনিটে হ্যাটট্রিক করে ম্যানইউর জয় নিশ্চিত করার সাথে একগাদা রেকর্ডেও নাম লিখিয়েছেন ২২ বছর বয়সী এ ফুটবলার। প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ম্যাচের শেষ ১০ মিনিটে হ্যাটট্রিক করেছেন এ আইভোরিয়ান। এ ছাড়া ইউনাইটেডের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পেলেন দিয়োলো।
দুর্দান্ত প্রত্যাবর্তনের নায়ক দিয়োলো ভূয়সী প্রশংসা করেন কোচ আমোরিম। ম্যাচ শেষে ম্যানইউ কোচ বলেন, ‘সে দারুণ কাজ করেছে। কিন্তু এখনো তার উন্নতির অনেক জায়গা আছে।’

 


আরো সংবাদ



premium cement