১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

গ্যালারিতে দুই ভাই, মাঠে বাপ চাচা

-

তামিম যখন ২২ গজে যখন চার-ছক্কা মারছিলেন, গ্যালারিতে তখন তালি দিচ্ছে তার ছেলে আরহাম ইকবাল। ক’দিন আগে বিদায় ঘোষণায় বার্তায় এই ছেলের কথাই উল্লেখ করেছিলেন তামিম। ছেলের সামনে ভালো খেলতে পেরে ভালো লেগেছে তামিমেরও। ম্যাচ চলাকালীন গ্যালারির দর্শকদের সাথে মিশে বরিশালের পতাকা হাতে উল্লাস করতে দেখা যায় আরহাম ও নাফিস ইকবালের ছেলে নামিরকে। দর্শকদের সঙ্গে মিলিয়ে তারা দু’জনও গলা ফাটায় ‘বুম বুম তামিম’ স্লোগানে।
আরহামের চাওয়া, ‘আমি চাইনি তিনি অবসর নিক। তবে এখন আমি চাই তিনি বিপিএল খেলে যাক।’
৯ বছর বয়সী আরহামের চেয়ে বয়সে বড় নাফিসের ছেলে নামির। চাচার ব্যাটিং দেখে ও অবসর নিয়ে তার প্রতিক্রিয়া তাই আরেকটু গোছানো ও পরিণত। ‘তিনি খুব ভালো ব্যাট করছেন। আশা করি, তার কাছ থেকে আরও চার-ছক্কা আসবে। তার ফিফটি দেখে আমি খুশি।’
অবসর বিষয়ে নামিরের কথা, ‘কোনটিতে স্বস্তি পাচ্ছেন বা পাচ্ছেন না, এটা তার ওপরই নির্ভর করে। তিনি খেলতে না চাইলে কোনো সমস্যা নেই, নিশ্চয়ই তার ভালো লাগছে না। আমার অবশ্যই খারাপ লেগেছে। আশা করি তিনি আবার মূল ক্রিকেট দলে ফিরবেন।’
ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে যখন বরিশাল অধিনায়ক জানালেন, ‘ছেলে কথা বলেছে, আমি দেখিনি। তবে জানতাম, ও এখানে আছে। ঢাকা থেকে এসেছে, নির্দিষ্ট করে বললে এই খেলা দেখার জন্যই। ভালো লাগছে যে, ও একটা ভালো খেলা দেখতে পেরেছে।’


আরো সংবাদ



premium cement