জিতলেই কোয়ালিফায়ার্সে ফর্টিস এফসি
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে চমক দেখানো দলটির নাম ফর্টিস এফসি। ৩ ম্যাচ খেলে দু’টি জয় ও এক ড্র’তে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই পরের পর্ব নিশ্চিত হয়ে যাবে তাদের। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁঁইয়া স্টেডিয়ামে দুপুর ২:৪৫ মিনিটে অনুষ্ঠেয় ম্যাচে ফর্টিসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। একই সময়ে একই গ্রুপের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনাতে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব খেলবে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে।
বিগত মৌসুম থেকে এবার একটু ভিন্ন আঙ্গিকে মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপ। এবারের টুর্নামেন্টে থাকছে না কোনো সেমিফাইনাল। ফাইনালে খেলতে আগে পার হতে হবে কোয়ালিফিকশন রাউন্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে প্রথম দুইটি কোয়ালিফায়ার্স ম্যাচ। কোয়ালিফায়ার্স ১ এ খেলবে ‘এ’ এবং ‘বি’ গ্রুপের দুই চ্যাম্পিয়ন দল। কোয়ালিফায়ার্স ২ এ খেলবে দুই গ্রুপের রানার্সআপ দুই দল। কোয়ালিফায়ার্স ১ এর বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার্স ৩ এর বিজয়ী দল, যেই ম্যাচটি খেলবে কোয়ালিফায়ার্স ১ এর পরাজিত ও কোয়ালিফায়ার্স ২ এর চ্যম্পিয়ন দল।
তাই ফাইনালে খেলতে হলে আগে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থেকে পরের পর্ব নিশ্চিত করতে হবে। সেই রেসে ‘বি’ গ্রুপ থেকে অনেকটাই এগিয়ে ফর্টিস। যেহেতু গ্রুপ পর্বে প্রতিটি দল ৪ টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। তাই আজ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাদার্সকে হারাতে পারলেই ১০ পয়েন্ট হবে ফর্টিসের। গ্রুপের অন্য দলগুলো বাকি সব ম্যাচ জিতলেও ১০ পয়েন্ট অর্জন করতে পারবে না। তাই শেষ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে কোয়ালিফিকেশন রাউন্ড।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে ফর্টিস। পরের ম্যাচে শক্তিধর বসুন্ধরা কিংসকে ২-০ গোলে হারায়। এরপর দুর্বল প্রতিপক্ষ ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলে জিতে। অপর দিকে ব্রাদার্স ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরার কাছে ১-০ গোলের হার। দ্বিতীয় ম্যাচে ওয়ান্ডারার্সকে ৮-০ গোলে হারায়। বড় ব্যবধানের এ জয়টিই ব্রাদার্সের বাড়তি প্রেরণা। কারণ ফর্টিসের থেকে বেশি ব্যবধানে ওয়ান্ডারার্সকে হারাতে পেরেছিল ব্রাদার্স।
আজ জয় পেলে কিংবা হারলেও পরের পর্বে যাবার আশা বেঁচে থাকবে ব্রাদার্সের। কারণ দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরার ৬ পয়েন্ট। তবে ম্যাচটি ড্র হলে আশঙ্কা থাকবে ফর্টিসের। কারণ ৭ পয়েন্ট অর্জন করার সুযোগ আছে আরো ৩ ক্লাবের। তা ছাড়া বাইলজের মারপ্যাচেও বাদ পড়ার সম্ভাবনা থাকবে। কারণ এবার পয়েন্ট সমান হলে গোলগড় বিবেচনা না করে দেখা হবে হেড টু হেড। তাই সব সমীকরণ এড়িয়ে একমাত্র জয়ই প্রত্যাশা ফর্টিসের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা