১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বিশ^কাপ আম্পায়ারিংয়ে জেসি

-

ক’দিন আগেই মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন সাথিরা জাকির জেসি। এবার বিশ্বকাপের মঞ্চে তিনি আম্পায়ারিং করতে যাচ্ছেন। এটিও হবে মালয়েশিয়ায়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ২০ ম্যাচ কর্মকর্তার নাম ঘোষণা করেছে। যাদের মধ্যে ১৬ জন আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারি। জেসি সেই ১৬ আম্পায়ারের একজন। সর্বোচ্চ দু’জন করে আম্পায়ার থাকছেন নেদারল্যান্ডস, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, ওমান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে আম্পায়ার আছেন। চার দেশ থেকে থাকছেন একজন করে ম্যাচ রেফারি।
এবারই প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে আম্পায়ারিং করতে যাচ্ছেন জেসি। গত ৮ জানুয়ারি তিনি চলে গেছেন মালয়েশিয়ায়। ইতোমধ্যে ওয়ার্ম-আপ ম্যাচও শুরু হয়েছে। মালয়েশিয়া থেকে জেসি জানান, ‘ভালো লাগাটাই তো স্বাভাবিক। সবারই স্বপ্ন থাকে বিশ্বকাপে আম্পায়ারিং করার। আলহামদুলিল্লাহ। আমার আম্পায়ারিং দেখেই অনেক মেয়েরা আম্পায়ারিংয়ে এসেছে। এ জায়গাটায় মেয়েদের অনেক সুযোগ রয়েছে। আশা করছি এটি আরো বিস্তৃত হবে।’
১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ। ১৬ দলের এ টুর্নামেন্টের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।
২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ আম্পায়ার
সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), আয়দান সিভার (আয়ারল্যান্ড), রাহুল আশার (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানি মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু সিলভা (শ্রীলঙ্কা), বিজয়া প্রকাশ মালেলা (যুক্তরাষ্ট্র), ক্যানডেস লা বোর্দে ও মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে), গায়ত্রী ভেনুগোপালান ও নারায়ণ জননী (ভারত), নিতিন বাথি ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)।
ম্যাচ রেফারি
ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), ডিন কস্কার (ইংল্যান্ড), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।


আরো সংবাদ



premium cement