১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

ওয়েস্ট ইন্ডিজে ৪ পয়েন্ট চান নিগার

-

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-২০ খেলতে ক্যারিবিয়ানে যাচ্ছে বাংলাদেশ দল। তার আগে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগামীকাল উইন্ডিজের বিপক্ষে দেশ ছাড়বে টাইগ্রেসরা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করার সাথে বিশ্বকাপে সরাসরি খেলার একটা যোগসূত্র আছে। যদিও কাজটি কঠিন, ক্যারিবীয়দের হারাতে হবে অন্তত দুই ম্যাচে। জ্যোতি আশা রাখছেন ভালো কিছুর, ‘আমাদের লক্ষ্য তো একটাই। ওখানে যেন ৪টা পয়েন্ট নিতে পারি, বিশ্বকাপে যেন সরাসরি কোয়ালিফাই করতে পারি। তো আমাদের আসলে কোনো কনফিউশন নেই। ওয়ানডে দলটা সবশেষ সিরিজে যেমন ভালো ক্রিকেট খেলেছে, আমি বলব বেশ দাপুটে ক্রিকেটই খেলেছে।’
তিনি আরো বলেন, ‘অনেকের মাথায় অনেক সমীকরণ থাকবে। তবে আমি আমার দলকে পরিষ্কার বার্তা দিয়েছি, ওখানে ভালো ক্রিকেট খেলতে হবে এবং সিরিজ জিততে হবে। পরের হিসাব পরে। ম্যাচ জিতলে পরের সমীকরণ আসবে। তাই ম্যাচ জেতার দিকেই আমাদের মনোযোগ।’
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের মধ্যে প্রথম সেঞ্চুরি ফারজানা হক পিঙ্কির। গত জুলাইতে ভারতের বিপক্ষে ওই ম্যাচটা হয়েছিল টাই। দেশের মাটিতে প্রথমবারের মতো চালু হওয়া মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান নিগার সুলতানা জ্যোতি। গতকাল সংবাদ সম্মেলনে জ্যোতি বলেছেন, ‘প্রথমবারের মতো ৩ দিনের ম্যাচ। বড় দৈর্ঘ্যরে ম্যাচ অবশ্যই অনেক সাহায্য করে প্রস্তুতিতে লম্বা ইনিংস খেলতে অভ্যস্ত করে। লাল বলে খেলার অভিজ্ঞতা একদমই ছিল না। সবশেষ যখন একটা দুই দিনের ম্যাচ হয়েছিল, তখন দেশের বাইরে থাকায় খেলা হয়নি। এবার আমার জন্য, সব ক্রিকেটারের জন্য একটা শিক্ষা ছিল এই ম্যাচগুলো। সব সামলে লম্বা সময় ধরে সারাদিন ব্যাটিং করা, যে অভ্যাসটা কারোরই ছিল না। অভ্যাস গড়তে এই ম্যাচগুলো খুব সাহায্য করেছে। সবাই অনেক উপভোগ করেছে। বোলারদেরও অনেক ওভার বল করার অভিজ্ঞতা হয়েছে। তাদের ২০+ ওভার থেকে ৩০ ওভার বল করতে হয়েছে।’


আরো সংবাদ



premium cement
শুল্ক হার বাড়ায় মিনিমাম প্রভাব পড়বে জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান সীমান্ত সম্ভারে ৮ মিনিটে দিন-দুপুরে ১৫৯ ভরি স্বর্ণ চুরি সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান পিলখানা হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে চলবে আমানতকারীদের স্বার্থে পর্ষদ সভায় ভূমিকা রাখছেন না স্বতন্ত্র পরিচালকরা এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত সুস্থ আছেন রুগ্ণ প্রতিষ্ঠান গুটিয়ে নেয়ার এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা নিউজিল্যান্ড ও আফগানিস্তান দল ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত তেল মারা বন্ধ করেন : সরকারি কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল