তামিমের যত কীর্তি
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া তামিম বাংলাদেশের হয়ে যেসব অর্জন করে গেলেন।
ঁ # আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই সেঞ্চুরি করা প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটার তামিম। ২০১৬ টি-২০ বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরির পর এই কীর্তি গড়েন তিনি। টি-২০ তে তিনি ছাড়া বাংলাদেশের আর কেউ এখনো সেঞ্চুরি পাননি। ক’দিন আগে টি-২০ তে আট হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তামিম। স্বদেশী কেউ তার ধারে কাছে নেই।
# তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রান করেন তামিম। তার ক্যারিয়ার থামল ১৫ হাজার ১৯২ রানে। তাকে ছাড়িয়ে গেছেন অবশ্য মুশফিকুর রহিম। মুশফিকের রান ১৫ হাজার ৩০০।
# তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৫ সেঞ্চুরি তামিমের। ওয়ানডেতে তিনি বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৪৩ ম্যাচ খেলে করেছেন ৮ হাজার ৩৫৭ রান, তার পরে আছেন মুশফিক, যার রান ৭ হাজার ৭৯৩।
# ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড তামিমের (১০৩টি)। সর্বোচ্চ মাহমুদুল্লাহর ১০৭টি। তামিম অবশ্য সবার আগে ১০০ ছক্কা মারেন। তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশীদের মধ্যে ছক্কার রেকর্ডে দ্বিতীয় তামিম (১৮৮), সেখানেও মাহমুদুল্লাহ (২০৮) সবার উপরে।
# ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বয়েসে সেঞ্চুরির রেকর্ড তামিমের। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯ বছর ২ দিনে সেঞ্চুরি করেন তিনি।
# ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক দেড়শ’ ছাড়ানো ইনিংস আছে তামিমের। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছিলেন। ১১ বছর রেকর্ড অক্ষুণœ রাখার পর ২০২০ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেন ১৫৮ রানের ইনিংস। পরের ম্যাচেই অবশ্য লিটন দাস ১৭৬ রানের ইনিংস খেলে তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন।
# টেস্টে ইমরুল কায়েসের সঙ্গে ৩১২ রানের উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েন তামিম। যা এখনো বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংস এসেছিল এই জুটি। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটির সব মিলিয়ে রেকর্ডও সেটি।
# আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশী ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬ রান শূন্য রানে আউটের বিব্রতকর রেকর্ডও তার।
# ওয়ানডেতে বাংলাদেশকে ৩৭ ম্যাচে নেতৃত্ব দেন তামিম। এর মধ্যে ২১ জয় নিয়ে তার সাফল্যের হার ৬০ শতাংশ। বাংলাদেশী অধিনায়কদের মধ্যে যা এখনো সেরা।
# উইকেটকিপার ছাড়া বাংলাদেশের হয়ে তিন সংস্করণে চারজন ফিল্ডার নিয়েছেন একশ’র বেশি ক্যাচ। তার একজন তামিম। তার ক্যাচ সংখ্যা ১০৬টি, সৌম্য সরকার ১১২, সাকিব আল হাসান ১২০ ও মাহমুদুল্লাহ ১৭২টি।
# ওয়ানডে ক্রিকেটে এক ভেনুতে সবচেয়ে বেশি রানের রেকর্ড তামিমের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭টি ম্যাচ খেলে ২৮৫৩ রান করেছেন তামিম। যা বিশ্ব রেকর্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা