৮ হাজার ক্লাবে তামিম
- ক্রীড়া প্রতিবেদক
- ১০ জানুয়ারি ২০২৫, ০০:০৫
ক্যারিয়ারের সায়াহ্নে এসে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন তামিম ইকবাল। ৩৫ বছর বয়সী দেশসেরা ওপেনার গতকাল প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-২০তে ৮ হাজার রান পূর্ণ করেছেন। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম রংপুর রাইডার্সের বিপক্ষে এই অর্জন ছুঁয়েছেন। ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন। শেষ পর্যন্ত তার ২৭২তম টি-২০ ম্যাচে এই অসাধারণ মাইলফলক অর্জিত হয়েছে।
টি-২০ ফরম্যাটে তামিমের আগে বাংলাদেশের আর কোনো ব্যাটার আট হাজার রান স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসান সংগ্রহ করেছেন সাত হাজার ৪৩৮ রান। তৃতীয় স্থানে আছেন মাহমুদুল্লাহ, যার রান সংখ্যা ছয় হাজার ৯০। তামিম ইকবালের এই অর্জন দেশের ক্রিকেটের জন্যও একটি গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ২৭২ ম্যাচে ১২১.২৭ স্ট্রাইক রেটে ৩২.৭৭ গড়ে ৮,০৩১ রান করেছেন তিনি। ম্যাচ শেষে অবশ্য মেজাজ হারিয়ে রংপুরের কোনো ব্যক্তির দিকে তেড়ে যান তামিম।
কষ্ট পেলেও খুশি তামিম
এক কথায় বলা যায় মুখের গ্রাস কেড়ে নেয়া। তাই হলো গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শেষ ওভারে প্রয়োজন ২৬ রান। নুরুল হাসান সোহান কাইল মেয়ার্সের মতো বোলারের ওভারের প্রতিটি বলে হাঁকালেন বাউন্ডারি। সোহানের তাণ্ডবে রংপুর রাইডার্সের কাছে হেরে কষ্ট পেলেও খুশি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। কারণে জানালেন টুর্নামেন্টে ম্যাচ হচ্ছে জমজমাট!
ম্যাচ শেষে সোহানকে কৃতিত্ব দিয়ে তামিম বলেন, ‘আমরা ম্যাচটা হয়ত হেরে গেছি, তবে সোহানকে কৃতিত্ব দিতেই হবে। সে যেভাবে ব্যাট করেছে, অবিশ্বাস্য। শেষ ওভারে ২৬ রান। যেকোনো বোলারের জন্যই এটা সহজ কাজ। সোহানই কৃতিত্ব প্রাপ্য।’ এদিকে এমন স্মরনীয় ম্যাচ শেষ করেও সোহানের পা মাটিতে। দলের প্রতিও আহ্বান, সবার পা যেন মাটিতেই থাকে। আর সাফল্যের জন্য কৃতিত্ব দিলেন মহান আল্লাহকে। তিনি বলেন, ‘যখন ক্রিজে যাই তখন আমাকে বলা হচ্ছিল, এই জায়গা থেকেও জেতা সম্ভব। মহান আল্লাহকে ধন্যবাদ, সব তার হুকুম। আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা