০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

বাউন্ডারি সীমানা বড় চান তামিম

-


বিপিএলের সিলেট পর্বে গতকাল প্রথম ম্যাচেই রেকর্ড সংখ্যক ছক্কা হয়। সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্সের ম্যাচে সর্বমোট ছক্কা হয় ৩১টি। যা বিপিএলের ইতিহাসে কোনো নির্দিষ্ট ম্যাচে সর্বোচ্চ সংখ্যক ছক্কা। দ্বিতীয় ম্যাচে ছক্কার কোনো রেকর্ড না হলেও প্রায় ১৮০ স্ট্রাইক রেটে খেলে দল জিতিয়েছেন তামিম ইকবাল। ম্যাচ জিতিয়ে এতো ছোটো বাউন্ডারি থাকায় সমালোচনা করেন তামিম।
প্রথম ম্যাচ শেষে কেউ কোন কথা না বললেও দ্বিতীয় ম্যাচে তামিমের চোখে ধরা পড়ে মাঠের ছোট বাউন্ডারি। বিপিএলকে রান বন্যার টুর্নামেন্ট বানানোর জন্য সীমানা ছোট করে দেয়াটা ভালো লাগেনি বরিশালর অধিনায়কের।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। আমি যা দেখতে চাই, তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সীমানা এমনিতেই খুব বড় নয়। এবারের বিপিএলে সেটি আরও কমিয়ে আনা হয়। এমনকি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও সীমানা ছোট করা হয়।
এবারের বিপিএলে বেশি বেশি রান হওয়ার এটি একটি বড় কারণ। তামিম অবশ্য উইকেটের প্রশংসা করেছেন। কিউরেটরদের ধন্যবাদ দিয়ে তামিম বলেন, ‘উইকেট এবার এত ভালো! কিউরেটরদের অনেক কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে, তখন সীমানা বাড়িয়ে দেয়া উচিত। তাহলে বোলারদের বিষয়টাও দেখতে হবে।’

আফ্রিদিকে আরো খেলানোর চেষ্টা
ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান জানিয়েছিলেন, তামিম ইকবালের ফোন পেয়ে বাংলাদেশে এসেছেন শাহীন শাহ আফ্রিদি। চুক্তি অনুযায়ী বিপিএলে বরিশালের হয়ে ৫ ম্যাচ খেলবেন পাকিস্তানের এই তারকা পেসার। তবে আফ্রিদিকে আরও কয়েক ম্যাচ বেশি খেলানোর চেষ্টা করছেন তামিম।
শাহীন আফ্রিদির আগেই বিপিএল ছেড়ে যাবেন কাইল মেয়ার্স ও মোহাম্মদ নবি। বরিশালের তেমন চিন্তা নেই কারণ ডাগ আউট বসে আছেন করিম জানাত ও ডেভিড মালানের মতো ক্রিকেটার। আফ্রিদি চলে গেলে মোহাম্মদ আলী ও জেমস ফুলারকে খেলানোর সুযোগ মিলবে বরিশালের।


আরো সংবাদ



premium cement
সাভারে দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলল চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯ দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার, ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েই চলছে মাঠে আদালত স্থাপনের প্রতিবাদে স্থানীয় ও ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজশাহীসহ ৫ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩ হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

সকল