১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

রাইডার্সের টিম বন্ডিংটা ভালো : নাহিদ

-

রংপুর রাইডার্স চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে সব ক’টিতেই জিতেছে। টানা জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও আছে দলটি। দলের এমন পারফরম্যান্স নিয়ে ম্যাচ সেরা গতময় পেসার নাহিদ রানা বলেন, ‘আসলে আমাদের রংপুর রাইডার্সের টিম বন্ডিংটা অনেক ভালো। টিম ধরেন, মাঠে বলেন, মাঠের বাইরে বলেন এবং আমাদের কোচ ধরেন যাদের যে প্লেয়ারকে যে প্ল্যান দেয় সেটা মাঠের মধ্যে এক্সিকিউট করার চেষ্টা করি। এজন্য মাঠে পারফর্মটা ভালো হচ্ছে।’
নাহিদ রানা ইনজুরি এড়াতে বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন। একজন খেলোয়াড়কে ঠিক কোন উপায়ে খেলানো হলে সেটা বাড়তি চাপ তৈরি করবে না- সেটিকেই বলা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে নাহিদ জানিয়েছেন, ‘মানুষ যুদ্ধে নামলে গুলি খাইতে হয়। ক্রিকেট খেলতে এলে ইনজুরিতে পড়বো। আর যেটা মেইনটেইনের কথা, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি।’

 


আরো সংবাদ



premium cement