অ্যানফিল্ডে চমক ম্যানইউর
- ক্রীডা ডেস্ক
- ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঠিক কত গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড হারতে পারে, অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে অনেকের মনেই এমন জিজ্ঞাসা ছিল। এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে অল রেডদের কাছে রেড ডেভিলসরা টানা চার ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর এমন প্রশ্ন উদয় হওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে তারা উড়তে থাকা আর্নে স্লটের দলের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচই উপহার দিলো। ম্যাচের ফলাফল বলছে ২-২ গোলে ড্র, তবে দুই দলের দ্বৈরথ না দেখে থাকলে বোঝার সাধ্য নেই বহু দিন ধুঁকতে থাকা ম্যানইউ কতটা অসাধারণ খেলেছে। এই ড্রয়ের পরও পয়েন্ট টেবিলে নিজেদের রাজত্ব অক্ষুণ্ণ রেখেছে মোহাম্মদ সালাহরা। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। অন্য দিকে ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে এক ধাপ উপরে উঠে ১৩তম স্থানে রুবেন আমোরিমের দল।
তীব্র তুষারপাতের কারণে ম্যাচ বাতিল হওয়ার শঙ্কা ছিল। পরে যথাসময়ে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই। তবে অ্যানফিল্ডের সবটুকু রোমাঞ্চ যেন জমা ছিল দ্বিতীয়র্ধের জন্যই। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তাপ ছড়াতে থাকে দুই দলই। প্রথম আঘাত ইউনাইটেডের। ৫২ মিনিটে বক্সের ভেতর বাঁ দিক থেকে আড়াআড়ি উঁচু শটে লক্ষ্য ভেদ করেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। মিনিট সাতেক পর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে অনেকটা একই ধাঁচে জাল কাঁপান ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো।
ম্যাচের ৭০ মিনিটে চলতি মৌসুমে ছুটতে থাকা মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে এ দিন হাল ছাড়তে নারাজ ছিল সফরকারীরা। ৮০ মিনিটে লিভারপুলকে স্তব্ধ করে সমতায় ফেরে ওল্ডট্র্যাফোর্ডের দলটি। আলেজান্দ্রো গার্নাচোর বাঁ প্রান্ত থেকে বাড়ানো নিঁখুত পাস থেকে জাল খুঁজে নেন আমাদ দিয়ালো। এরপর দুই দলই পূর্ণ ৩ পয়েন্ট আদায় করতে আপ্রাণ চেষ্টা চালায়। জয়সূচক গোলটি করার সুযোগ পেয়েছিল দু’পক্ষই। সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরো। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ৭ মিনিটে ফাঁকা বক্সে বল পেয়েও অবিশ্বাস্যভাবে এই ইংলিশ ডিফেন্ডার উড়িয়ে মেরে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা