০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

১২ আসরে ১১ বারই চ্যাম্পিয়ন পিএসজি

১২ আসরে ১১ বারই চ্যাম্পিয়ন পিএসজি -

ফ্রান্স লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও কুপ দে বিজয়ীদের মধ্যে একটি বার্ষিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হলো ফরাসি সুপার কাপ। ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে গত পরশু মোনাকোকে ১-০ তে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ নিয়ে সর্বশেষ ১২ বছরে ১১ বারের মতো চ্যাম্পিয়ন হলো কিলিয়ান এমবাপ্পের সাবেক এই ক্লাবটি। ম্যাচে নির্ধারিত সময় শেষে ব্যবধান গড়ে দেন উসমান দেম্বেলে। এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। আর সব মিলে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ বার শিরোপা জিতল লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।
কাতারের দোহা স্টেডিয়ামে গত পরশু বেশিরভাগ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৮টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে পিএসজি। বিপরীতে ১২ শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে ছিল মোনাকোর। ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও অচলাস্থা ভাঙতে পারেনি পিএসজি। গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

২০১০ সালের পর এই প্রথম ফ্রেঞ্চ সুপার লিগের প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্যভাবে। অবশেষে ডেডলক ভাঙে যোগ করা সময়ে। ৯২ মিনিটে জালের ঠিকানা খুঁজে পেলেন দেম্বেলে। ফাবিয়ান রুইসের কাছ থেকে বল পেয়ে ছয় গজ দূর থেকে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে মোনাকোর জালে বল জড়িয়ে দেন ফরাসি এই ফরোয়ার্ড। এর আগে গত মাসেও ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছিলেন ডেম্বেলে। ওই ম্যাচে মোনাকোকে ৪-২ গোলে হারিয়েছিল পিএসজি।
ফ্রেঞ্চ সুপার লিগের চারবারের চ্যাম্পিয়ন মোনাকো সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০০ সালে। এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে উঠলেও দু’বারই পিএসজির কাছে হেরে শিরোপা স্বপ্ন ধূলিস্যাৎ হয় মোনাকোর।

 


আরো সংবাদ



premium cement