০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

জাতীয় দলে অনাগ্রহ তামিমের

-

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া নিয়ে নাটকীয়তার শেষ নেই। ২০২৩ সালে সিরিজের মাঝে ঘোষণা দিয়ে অবসর নেয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফিরে এসেছিলেন। এসে দুটি ওয়ানডে খেলে আর বিশ্বকাপ খেলা হয়নি। টি-২০ থেকে অবসর নিলেও বাকি দুই সংস্করণ নিয়ে এরপর আর স্পষ্ট কিছুই বলেননি। তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদও। তবে তামিম যে আর ফিরছেন না সেটা জানালেন শহীদ আফ্রিদির সঙ্গে আলাপে।
শেষ হতে চলেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার অধ্যায়। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা দূর করলেন তামিম নিজেই। তবে এটি আনুষ্ঠানিক ঘোষণা নয়; বরং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির এক ব্লগে কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে তামিমের অবস্থান। তাতে জাতীয় দলে অনাগ্রহই প্রকাশ পেল।
আফ্রিদি সম্প্রতি মোহাম্মদ নবীর আমন্ত্রণে একটি ব্লগ তৈরি করেন, যেখানে এক পর্যায়ে নবীর অবসর পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তামিমের দিকেও প্রশ্ন ছুড়ে দেন। উর্দু ভাষায় আফ্রিদি জানতে চান, ‘তামিম, আপনি কি অবসর নিয়েছেন ? জাতীয় দলে আর ফিরবেন না ?’ উত্তরে তামিম স্পষ্ট ভাষায় বলেন, ‘জাতীয় দল থেকে!!! অবসরে।’ এরপর দুহাত ক্রস করে জানান দেন ‘শেষ’।

এ দিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি বলেছিলেন, সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ‘বিবেচনায়’ থাকতে পারেন, কারণ তারা এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। কিন্তু তামিমের এই বক্তব্যে বোর্ডের পরিকল্পনা হয়তো এখন নতুন করে সাজাতে হবে।
২০২৩ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেছিলেন তামিম, যা সম্ভবত তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর পর থেকে পিঠের চোটসহ বিভিন্ন শারীরিক ও মানসিক কারণে জাতীয় দলের বাইরে ছিলেন। ২০২১ সালে টি-২০ ফরম্যাট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তবে টেস্ট এবং ওয়ানডে নিয়ে চূড়ান্ত বক্তব্য দেননি।

 


আরো সংবাদ



premium cement