০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

শেষের রোমাঞ্চের অপেক্ষায় সিডনি টেস্ট

-

দুই দিনেই ২৬ উইকেটের পতন। এটি বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের শেষ ম্যাচের ঘটনা। সিডনিতে এর মধ্যেও লড়াই করেছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। এত উইকেটের পতনের মাঝেও তিনি খেলেন ৩৩ বলে ৬১ রানের এক বিস্ফোরক ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার এই ইনিংসে ভর করে দ্বিতীয় দিন শেষে ১৪৫ রান লিড পেয়েছে ভারত। এর পরও এই টেস্টে এগিয়ে রাখা যাচ্ছে না কোনো দলকে। শেষের রোমাঞ্চের অপেক্ষায় অস্ট্রেলিয়া-ভারত টেস্ট।
প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়েছিল ভারত। সেই রানকে পুঁজি করে প্রথম ইনিংসে ৪ রানের লিড পায় সফরকারীরা। প্রথম দিন ১ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ করা প্যাট কামিন্সের দল দ্বিতীয় দিনে ১৮১ রানেই অলআউট। দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ জাসপ্রিত বুমরাহর দলের।
সিডনিতে গতকাল আগের দিনের অপরাজিত ব্যাটার স্যাম কনস্টাসের সাথে উইকেট আসেন মার্নাস লাবুশেন। দিনের চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই দুই রান করে বুমরাহর শিকার লাবুশেন। এই উইকেট নিয়ে একটি রেকর্ড গড়েন বুমরাহ। ৩২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াতে এক সিরিজে ভারতের সফলতম বোলার এখন তিনিই। তিনি পেছনে ফেলেন ১৯৭৭-৭৮ সিরিজে ৩১ উইকেট নিয়ে কীর্তি গড়া বিষেন সিং বেদিকে।

স্টিভেন স্মিথকে নিয়ে কনস্টাস দলকে টানার চেষ্টা করলেও ২৩ রান করে মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত হন। ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে চার রান। স্মিথ ফেরেন ৩৩ রান করে প্রসিধ কৃষ্ণর বলে। অস্ট্রেলিয়ার রান যখন পাঁচ উইকেটে ১১১, তখনই চোটের কারণে মাঠ ছেড়ে যান জাসপ্রিত বুমরাহ। তার চোটের ধরন এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বুমরাহ মাঠ ছাড়ার পর ২০ ওভারের মধ্যে দুর্দান্ত বোলিংয়ে অসিদের বাকি পাঁচ উইকেট তুলে নেয় ভারত।
এর মধ্যে বিউ ওয়েবস্টার এর প্রান্ত আগলে ধরলেও একে একে বিদায় নেন অ্যালেক্স কেরি (২১), প্যাট কামিন্স (১০) ও মিচেল স্টার্ক (১)। অসিদের নবম উইকেটের পতন ১৬৬ রানে। ব্যক্তিগত ৫৭ রানে বিদায় নেন ওয়েবস্টার। শেষ উইকেট জুটিতে ১৫ রান যোগ করার পর বোলান্ডকে সরাসরি বোল্ড করে স্বাগতিকদের অলআউট করেন সিরাজ।
৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারতকে আবার চেপে ধরেন স্কট বোলান্ড। সফরকারীদের ৬ উইকেটের মধ্যে চারটি নিজের ঝুলিতে পুড়েন বোলান্ড। এর মাঝেই জবাব হয়ে আসেন পান্ত। কামিন্সকে ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ৫০ রান পূর্ণ করেন পান্ত। শেষ পর্যন্ত ৩৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬১ রানে গিয়ে থামে তার ইনিংস। ভারত দিন শেষ করে ৬ উইকেটে ১৪১ রানে।

 

 


আরো সংবাদ



premium cement