০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

রিকেল্টনের প্রথম ডাবল

-

কেপটাউন টেস্টের প্রথম দিনে ডান পায়ের গোড়ালির ফ্র্যাকচারের কারণে সাইম আইয়ুবকে ‘ছয় সপ্তাহ’ মাঠের বাইরে থাকতে হবে। তার ইনজুরিতে বড় ধাক্কা খেল পাকিস্তান। যার ফলে এই মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের দু’টি টেস্ট ম্যাচ ও ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে তাকে। এর অর্থ হলো ১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি হতেই আসন্ন দুই সিরিজে দলের বাইরে রাখা হয়েছে আইয়ুবকে।
পিসিবি বলেছে, গত পরশু আইয়ুবের এমআরআই স্ক্যান ‘ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত করেছে, যা একটি গোড়ালি মেডিক্যাল মুন বুটে স্থির হয়ে গেছে’। টেস্ট শেষ না হওয়া পর্যন্ত দলের সাথেই থাকবেন আইয়ুব।
আইয়ুবের ইনজুরির টেস্টে রানের পাহাড়ে চাপা পড়েছে পাকিস্তান। আগের দিনের সেঞ্চুরিয়ান রায়ান রিকেল্টন গতকাল পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। মীর হামজার বলে মোহাম্মদ আব্বাসের তালুবন্দী হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৫৯ রানের ঝলমলে ইনিংস। এ দিন সেঞ্চুরি পূর্ণ করেন কাইল ভেরেইন (১০০)। শেষের দিকে মার্কো জনসেনের ৬২ ও কেশভ মহারাজের ৪০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৬১৫ রান দক্ষিণ আফ্রিকার। তিনটি করে উইকেট নেন আব্বাস ও সালমান আগা।
পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক শান মাসুদকে হারায়। ব্যক্তিগত ও দলীয় ২ রানে তাকে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। কামরান গোলামকে দলীয় ১৮ রানে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে সফরকারীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় দিন শেষ সেশনের খেলা চলছে। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮ রান সংগ্রহ পাকিস্তানের। ২ রান নিয়ে উইকেটে ছিলেন বাবর আজম ও অপর প্রান্তে এখনো রানের খাতা খুলতে পারেননি সাউদ শাকিল। প্রথম ইনিংসে ৫৯৭ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।


আরো সংবাদ



premium cement