০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বিসিবিকে এনএসসির চিঠি

-

গত দেড় যুগ ধরে বিসিবির ওপর জাতীয় ক্রীড়া পরিষদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে পট-পরিবর্তনের পর সংস্থাটিকে জবাবদিহিতার আওতায় রেখেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অন্য সব ফেডারেশনের মতো বিসিবিও এখন তাদের আওতাভুক্ত। সে দিক থেকে এনএসসির বিসিবিকে বার্তা পাঠানো অস্বাভাবিক কোনো ঘটনা নয়।
বিপিএলের উদ্বোধনী দিনে ম্যাচ দেখতে এসে টিকিট না পেয়ে মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ দর্শক। এরপর গত বৃহস্পতিবার খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় শুরু হয় তোলপাড়। গতকাল সেনাবাহিনী সদস্যদের দিয়ে ঘিরে রাখা হয়েছিল স্টেডিয়ামের চারপাশ।
গত বৃহস্পতিবার টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে ১১টা নাগাদ বাঁশের বেড়ায় ধাক্কা মারতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে মিরপুরের ফায়ার সার্ভিস টিম। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান করে।
সাঁতার ফেডারেশনের কয়েকটি কক্ষের কাচ ও গ্রিল ভেঙে ফেলেছে ক্ষুব্ধ সমর্থকরা। এই ঘটনায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি সাধারণ ডায়েরি দায়ের করেছে। এ ছাড়া বিসিবির কাছেও একটি নির্দেশনামূলক চিঠি দিয়েছে সংস্থাটি।
এনএসসির সচিব মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে টিকিট সংক্রান্ত বিষয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বর্ণনার পাশাপাশি বিপিএল আয়োজনকে আরও গতিশীল ও অধিকতর স্বচ্ছ করার জন্য বিসিবিকে অনুরোধ করা হয়েছে। বিসিবি সভাপতি বরাবর প্রেরিত এই চিঠির বিসিবির সব পরিচালককেও দেয়া হয়েছে অনুলিপি।


আরো সংবাদ



premium cement
বাঙালির জীবনধারায় সুফিপ্রভাব দলগুলো চাইলে ডিসেম্বরেই নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব মেটায় পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ট্রাম্পঘনিষ্ঠ ডানা হোয়াইট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী শাখার কমিটির অনুমোদন সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ছোট ভাই মৃদুল গ্রেফতার মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১০ বন্দুকধারী নিহত ঢাকার ব্যবসায়ীদের যে পরামর্শ দিলেন ব্রিটিশ এমপি রূপা হক কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ১ বিভাজনহীন রাষ্ট্র গঠন করবে জামায়াত : অধ্যাপক মুজিবুর রহমান ধীর গতির ওভার রেটের জন্য পাকিস্তানের শাস্তি পুঁজিবাজারে আস্থা ফেরাতে উদ্যোগ নেয়া হচ্ছে : অর্থ উপদেষ্টা

সকল