বিসিবিকে এনএসসির চিঠি
- ক্রীড়া প্রতিবেদক
- ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০৫
গত দেড় যুগ ধরে বিসিবির ওপর জাতীয় ক্রীড়া পরিষদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে পট-পরিবর্তনের পর সংস্থাটিকে জবাবদিহিতার আওতায় রেখেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অন্য সব ফেডারেশনের মতো বিসিবিও এখন তাদের আওতাভুক্ত। সে দিক থেকে এনএসসির বিসিবিকে বার্তা পাঠানো অস্বাভাবিক কোনো ঘটনা নয়।
বিপিএলের উদ্বোধনী দিনে ম্যাচ দেখতে এসে টিকিট না পেয়ে মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ দর্শক। এরপর গত বৃহস্পতিবার খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় শুরু হয় তোলপাড়। গতকাল সেনাবাহিনী সদস্যদের দিয়ে ঘিরে রাখা হয়েছিল স্টেডিয়ামের চারপাশ।
গত বৃহস্পতিবার টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে ১১টা নাগাদ বাঁশের বেড়ায় ধাক্কা মারতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে মিরপুরের ফায়ার সার্ভিস টিম। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান করে।
সাঁতার ফেডারেশনের কয়েকটি কক্ষের কাচ ও গ্রিল ভেঙে ফেলেছে ক্ষুব্ধ সমর্থকরা। এই ঘটনায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি সাধারণ ডায়েরি দায়ের করেছে। এ ছাড়া বিসিবির কাছেও একটি নির্দেশনামূলক চিঠি দিয়েছে সংস্থাটি।
এনএসসির সচিব মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে টিকিট সংক্রান্ত বিষয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বর্ণনার পাশাপাশি বিপিএল আয়োজনকে আরও গতিশীল ও অধিকতর স্বচ্ছ করার জন্য বিসিবিকে অনুরোধ করা হয়েছে। বিসিবি সভাপতি বরাবর প্রেরিত এই চিঠির বিসিবির সব পরিচালককেও দেয়া হয়েছে অনুলিপি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা