০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সেঞ্চুরিয়ানের বাউন্ডারি ঠেকিয়ে হাসপাতালে আইয়ুব

সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেল্টন। ইনসেটে আহত পাকিস্তানের সায়েম আইয়ুব : ইন্টারনেট -

নতুন বছরে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রায়ান রিকেল্টন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ খেলতে নেমে গতকাল দুঃসংবাদ পেল পাকিস্তান। সেঞ্চুরি করা প্রোটিয়া ব্যাটারের এডজ হয়ে স্লিপ দিয়ে ডিপ থার্ডম্যান দিয়ে বাউন্ডারির দিকে বল যাওয়ার পথে তা ঠেকাতে গিয়ে ভয়াবহ চোটে পড়েন সায়েম আইয়ুব। স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও পরে কেপটাউনের হাসপাতালে নেয়া হয়েছে এই ব্যাটিং অলরাউন্ডারকে।
কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ডিপ থার্ডম্যানে বাউন্ডারি বাঁচাতে বলের কাছাকাছি গিয়ে গতি কমানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আইয়ুব। বাউন্ডারি রক্ষা হলেও গোড়ালিতে গুরুতর চোট পান তিনি। ফিজিও এসে পা পরীক্ষা করে তাকে মাঠের বাইরে নিয়ে যান চোট কতটা গুরুতর সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে চোট গুরুতর বলেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে উল্লেখ জানায় ইএসপিএন/ক্রিকইনফো।
সিরিজের প্রথম টেস্টে টানটান উত্তেজনাকর ম্যাচে শেষ পর্যন্ত ২ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। চলমান টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরুটা ভালো হলেও ১১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল স্বাগতিকরা। সেখান থেকে রিকেল্টনের দুর্দান্ত সেঞ্চুরি ও অধিনায়ক বাভুমার ব্যাটে চড়ে ভালো অবস্থানে ফিরে আসে স্বাগতিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম দিনের তৃতীয় সেশনে খেলা চলছে। ১৪৫ রান নিয়ে ব্যাট করছিলেন রিকেল্টন। অপর প্রান্তে ৮১ রান বাভুমার। ৬৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস, খুররম শেহজাদ ও সালমান আগা।


আরো সংবাদ



premium cement

সকল