০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

জয়ে ফিরল বসুন্ধরা কিংস

বসুন্ধরা ৩-২ পুলিশ, ফর্টিস ৩-০ ঢাকা ওয়ান্ডারার্স
গোলদাতা তপুকে অভিনন্দন মিগুয়েলের। পেছনে অপর গোলদাতা জোনাথন : বাফুফে -

মোহামেডানকে হারিয়ে চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের। এরপর ৬ ডিসেম্বর লিগের ম্যাচে সেই সাদা-কালো শিবিরের কাছেই প্রথম হারের মুখ দেখা। পরে ১৭ ডিসেম্বর ফর্টিস এফসি এবং ২০ ডিসেম্বর ঢাকা আবাহনীও হারের তেতো স্বাদ দেয় গত সিজনের ট্রেবল জয়ীদের। ফর্টিসের কাছে হারটা ছিল অবশ্য ফেডারেশন কাপে। ২৭ ডিসেম্বর লিগের সর্বশেষ ম্যাচে কোনোমতে রক্ষা ব্রাদার্স ইউনিয়নের কাছে (১-১)। টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখতে না পারা বসুন্ধরা কিংস অবশেষে পেয়েছে জয়। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে নিজ মাঠে গতকাল তাদের ৩-২ গোলে ম্যাচ শেষের হাসি বাংলাদেশ পুলিশের বিপক্ষে। অবশ্য এরপরও ‘এ’ গ্রুপে ফর্টিসের পরে দ্বিতীয় স্থানে আছে গত ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। কাল অন্য ম্যাচে কুমিল্লার মাঠে ফর্টিস ৩-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। তিন ম্যাচ শেষে ফর্টিসের পয়েন্ট ৭। বসুন্ধরা কিংসের ৬। পুলিশের ভাণ্ডারে ১ পয়েন্ট। ওয়ান্ডারার্স কোনো পয়েন্ট পায়নি।

কিংস এরিনায় বর্তমান চ্যাম্পিয়নদের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়ান পুলিশের আল আমিন। লিড নিয়েও স্বস্তিতে থাকতে পারেনি তারা। ৬ মিনিটে বসুন্ধরার তপু বর্মণ গোল করলেও ১১ মিনিটে সমতা আনেন আল আমিন।
এরপর ১১ মিনিটে মিগুয়েল ফিগেইরো এবং ৫৩ মিনিটে জোনাথন ফার্নান্দেজের গোলে ভ্যালেরিও তিতার দল ৩-১-এ এগিয়ে গেলেও ৫৪ মিনিটে ফের গোল করেন উঠতি স্ট্রাইকার আল আমিন। ফলে লিগ ও টুর্নামেন্ট মিলে ৭ গোল নীলফামারীর এই ফরোয়ার্ডের। রয়েছেন রহমতগঞ্জের নাবিব নেওয়াজ জীবনের পাশেই। ম্যাচ সেরার পুরস্কার গেছে মিগুয়েলের দখলে।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জয় কুমারের জোড়া গোল (৪৫+২ মি.) ও ৭৫ মিনিটে এবং পিয়াস আহমেদ নোভার ৮৯ মিনিটের গোলে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০তে জয় ফর্টিসের। ম্যাচসেরা হয়েছেন জয় কুমার।

 


আরো সংবাদ



premium cement
আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ

সকল