০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

শরফুদ্দৌলার সিদ্ধান্ত কি সঠিক ছিল?

-

অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার-গাভাস্কার টেস্ট তৃতীয় আম্পায়ারের দায়িত্ব থাকা বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ আউটের সিদ্ধান্ত দেন জয়সোয়ালের বিপক্ষে। ভিডিও রিপ্লেতে জয়সোয়ালের ব্যাটের কানা ও গ্লাভসে লেগে বলের গতিপথ পরিবর্তিত হতে দেখা গেছে। শরফুদ্দৌলাও সে সময় বলেছেন এ কথা। চোখে যেটা তিনি দেখেছেন (বলের গতিপথ পাল্টানো), সে অনুযায়ীই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে জয়সওয়ালকে আউট ঘোষণা করেন শরফুদ্দৌলা। এরপর থেকে শুরু হয় বিতর্ক। ফিল্ড আম্পায়ারদের সাথে আউটের পর তর্ক করতে দেখা গেছে জয়সওয়ালকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বোঝাতে চেয়েছেন, এমনিতে দেখে মনে হয় জয়সওয়ালের ব্যাট কিংবা গ্লাভস ‘কিছু একটায় লেগেছিল। সেই কিছু একটা যে বল, তা তো বোঝাই যায়।

রেকর্ড পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পাওয়া সাবেক আম্পায়ার সাইমন টফেল এ নিয়ে শরফুদ্দৌলার সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করেন। এই অস্ট্রেলিয়ান চ্যানেল সেভেনকে বলেছেন, বলের গতিপথের বিচ্যুতিটাই ‘চূড়ান্ত প্রমাণ’।
শরফুদ্দৌলার এ সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। স্টার স্পোর্টসকে বলেছেন, ‘আমরা অনেকবার দেখেছি, বল সিমে পড়ে ব্যাটে না লেগে খুব কাছ দিয়ে গিয়ে দেরিতে সুইং করে। দূর থেকে মনে হয়, বল ব্যাটের কানায় লেগেছে।’ শরফুদ্দৌলার সিদ্ধান্তকে ‘সাহসী’ বলে মন্তব্য করেন স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচারে ধারাভাষ্যকার মার্ক নিকোলাস ও সঞ্জয় মাঞ্জরেকার।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল