কনসার্টে নয়, বিনিয়োগ হতে হবে ক্রিকেটে : তামিম
- ক্রীড়া প্রতিবেদক
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:১০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টুর্নামেন্ট শুরুর আগে গতকাল তাদের শেষ প্রস্তুতি সেরে নিয়েছে। অধিনায়কের নামসহ অন্য পর্বগুলোও। তবে ১১তম আসর শুরুর আগে আলোচনা-সমালোচনা শুরু হয় বিপিএলের কনসার্ট নিয়ে। এবারের টুর্নামেন্টে ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে কোটি কোটি টাকায় খরচ করে বিপিএলের তিন ভেনুতে কনসার্ট করায় বিসিবির সমালোচনার উৎপত্তি। বিশেষ করে যখন শুধু ঢাকার মিউজিক ফেস্টে গান গাওয়ার জন্য তিন কোটি ৪০ লাখ টাকা দেয়া হয় পাকিস্তানের কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খানকে। সাথে অন্য দুই ভেনুর মিউজিক ফেস্টে বাকি সঙ্গীতশিল্পীদের পারিশ্রমিক তো আছেই। অথচ বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বয়ে যায়। টুর্নামেন্ট শুরুর আগেও দিনও কনসার্ট নিয়ে কথা বলতে হয়। বরিশালের অধিনায়ক তামিম ইকবালের কাছেই সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখা হয়। উত্তরে তামিম বলেন, কনসার্টে ব্যয় না করে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে বিসিবিকে। এবারের বিপিএলে কনসার্ট করা ছাড়া অন্য কিছু তো দেখিনি। যদি অন্য রকম বিপিএল করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন বলতে পারব এটা নতুন বিপিএল।’
বিপিএল কেমন হবে- সেটি পুরোটাই নির্ভর করে মাঠের পারফরম্যান্সের ওপর। সেটিও মনে করিয়ে দিয়েছেন তামিম, ‘দেখেন, ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে। এটা তো যারা আয়োজক তাদের হাতে থাকে না। তাদের হাতে কী থাকে, সেরা ফ্যাসিলিটিজ দেয়া, সেরা উইকেট দেয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এভেইলেবল, তা পাওয়া। এটা হলো যারা দায়িত্বে আছেন তাদের কাজ। কিন্তু উনারা কোনো দিন এটা সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে খেলা ২০০ রানের হবে নাকি ৬০ রানের হবে। ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দের নিতে হবে। এটার বাইরে যেগুলো উনাদের দায়িত্ব। উনারা যদি উনাদের কাজটা ভালো মতো করেন, আমরাও যদি আমাদের কাজ ভালো মতো করি, তাহলে সফল টুর্নামেন্ট হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা