০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

বিপিএল খেলতে পারবেন তো মাশরাফি

-

২০২০ সালের মার্চের পর থেকেই জাতীয় দলে নেই মাশরাফি বিন মুর্তজা। ফিটনেসটাও নেই আগের মতো। জাতীয় দলে না থাকলেও সবশেষ কয়েক বছরে বিপিএল ও ডিপিএলে খেলেছেন নিয়মিত। বিপিএল ড্রাফট থেকে সিলেটের হয়ে সবশেষ দুই মৌসুমে খেলা মাশরাফিকে পুনরায় দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের অন্য খেলোয়াড়রা প্রথম দিনের অনুশীলন শুরু করলেও দেখা যায়নি মাশরাফিকে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় তার ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। সিলেট স্ট্রাইকার্স কোচ মাহমুদ ইমন জানান, ‘মাশরাফি স্কোয়াডে এখনো আছে। পরিস্থিতির ওপর নির্ভর করছে, ও কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী? ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’
স্কোয়াডে থাকা মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট এমনটাই জানিয়ে মাহমুদ, ‘যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য, তত দিন ওকে বিবেচনায় নেবো না। ওর জন্য অপেক্ষা করব। এটা ওরই সিদ্ধান্ত।


আরো সংবাদ



premium cement