২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চ্যাম্পিয়ন বর্ডার গার্ড

-

বিজয় দিবস হ্যান্ডবল ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যেন একে অপরের পরিপূরক। ২০১৪ সাল থেকে পুরুষ হ্যান্ডবলে এখন পর্যন্ত আট আসরে তারাই সাতবার চ্যাম্পিয়ন। গতকাল অষ্টম আসরে আনসারকে ৩০-২৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি। তারিকুর রহমান হন সেরা খেেেলায়াড়। আনসারের মহিলা হ্যান্ডবল দল টানা পাঁচ আসরে শিরোপা ধরে রাখল। গতকাল অষ্টম আসরে তারা ৩৩-১৫ গোলে পুলিশ হ্যান্ডবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় হন আলপনা আক্তার।

 


আরো সংবাদ



premium cement