‘নতুন মেসির’ শরণাপন্ন সিটি
- ক্রীড়া ডেস্ক
- ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চোটজর্জরিত আর ছন্দহীন দলকে পুনরায় জাগিয়ে তুলতে ম্যানচেস্টার সিটির প্রয়োজন চাঙা কাউকে। কে আছে অতল গভীরে তলিয়ে যাওয়া ইংলিশ ক্লাবটিকে টেনে তুলবে? সিটি কোচ পেপ গার্দিওলা কঠিন সময় সামাল দিতে দলে ভেড়াচ্ছেন এক আর্জেন্টাইন উঠতি তারকাকে। এক বছর আগেই ১ কোটি ২০ লাখ ইউরোতে ‘নতুন মেসি’ খ্যাত রিভার প্লেটের খেলোয়াড় ক্লাওঁডিও এচেভেরিকে কিনেছিল সিটি। উঠতি এই তারকা ফুটবলারকে স্প্যানিশ ক্লাব জিরোনায় ধারে পাঠানোর পরিকল্পনা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সিটি। জানুয়ারির দল বদলের মৌসুমেই ইত্তিহাদের ক্লাবটিতে যোগ দিবেন ১৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার।
বিশ্বকাপজয়ী সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির খেলার ধরনের সাথে মিল থাকা ক্লাওঁডিও আলোচনায় আসেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচের হ্যাটট্রিক করে হইচই ফেলে দেন তিনি। চলতি মৌসুমে সদ্য বিদায় নেয়া রিভার প্লেটের হয়ে ৪ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন ক্লাওঁডিও। এবার ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবে নিজেকে কত দ্রুত মানিয়ে নিতে পারে এই নতুন মেসি সেটাই দেখার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা