২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্যাটে সেরা নাঈম বোলিংয়ে আলাউদ্দিন

-


শেষ হলো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-২০ সংস্করণের প্রথম মৌসুম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর-ঢাকা মহানগর ফাইনালে চার-ছক্কার ফুলঝুরি দূরে থাক, রান করতেই ব্যাটারদের রীতিমতো বেহাল অবস্থা। ফাইনাল যেমনই হোক, দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এনসিএলের প্রথম মৌসুমে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্যপূর্ণ লড়াই ছিল।
পুরো টুর্নামেন্টে ৭.৭৫ ইকোনমিতে রান উঠেছে। ৭২৩ চার ও ৪১৮ ছক্কা হয়েছে। নাঈম শেখ, নুরুল হাসান সোহানদের সাথে পাল্লা দিয়ে রান করেছেন জিসান আলম, আজিজুল হাকিম তামিমের মতো তরুণরা। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপ জয়ী বাংলাদেশ অধিনায়ক তামিম এবারের এনসিএলে খুলনার হয়ে ৯ ম্যাচে ২৬.৩৩ গড় ও ১৩৬.৯৯ স্ট্রাইকরেট ২ ফিফটিতে ২৩৭ রান করেছেন। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান।
ঝড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন জিসান আলম। ১৫৮.৭৬ স্ট্রাইকরেটে সিলেটের এই ওপেনার এক সেঞ্চুরিতে করেন ২৮১ রান। সবচেয়ে বেশি রান করেছেন নাঈম শেখ। ঢাকা মেট্রোর হয়ে করেছেন ৩১৬ রান। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিন ও চারে আছেন নুরুল হাসান সোহান ও হাবিবুর রহমান সোহান। রান যথাক্রমে ২৬৬ ও ২৫৯। এ ছাড়া ব্যাটিংয়ে ২০০ বা তার বেশি রান করেছেন ইমরানুজ্জামান (২২৮), আরিফুল ইসলাম (২১৩), আকবর আলী (২০৮) ও তৌফিক খান (২০০)।

সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়েছেন রংপুরের আলাউদ্দিন বাবু। ৫.৫০ ইকোনমিতে বোলিং করেছেন এই পেসার। দুইয়ে থাকা চট্টগ্রামের আহমেদ শরীফ নিয়েছেন ১৭ উইকেট। তিন থেকে পাঁচ-সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় থাকা এই তিন বোলারই মেট্রোর। ১৫, ১৪ ও ১৩ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান, আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি।
নাঈম শেখ ও নুরুল হাসান সোহান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিন ধরেই বাইরে। জাতীয় দলের জার্সিতে নাঈম সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ৯ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশ হেরেছিল ২১ রানে। সোহানও আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও হেরেছিল বাংলাদেশ।
প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে রংপুর পেয়েছে ২০ লাখ টাকা। রানার্সআপ ঢাকা মেট্রো পেয়েছে ১০ লাখ টাকা। ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে আবু হায়দার রনি পেয়েছেন ১ লাখ টাকা পুরস্কার। এ ছাড়া টুর্নামেন্ট সেরা ব্যাটার মেট্রোর অধিনায়ক নাঈম শেখ ও সেরা বোলার রংপুরের আলাউদ্দিন বাবু দু’জনেই পেয়েছেন ৫০ হাজার টাকা করে। ফাইনাল সেরার পুরস্কার ২০ হাজার টাকার অর্থ পুরস্কার পান মুকিদুল ইসলাম মুগ্ধ।


আরো সংবাদ



premium cement
‘আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী’ টাকা কম পেলেও রহমতগঞ্জে এসে ভালোই হয়েছে : জীবন মধ্য প্রাচ্যের প্রতিপক্ষ খুঁজছে বাফুফে বিএসএফের ধরে নিয়ে যাওয়া ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে মারা গেছেন পল্লীকবি জসীমউদ্দীনের মেজো ছেলে গাড়িকাণ্ড : তিন নেতার সদস্যপদ ফিরিয়ে দিলো বিএনপি ‘অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সবাই এগিয়ে আসতে হবে’ চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে : জামায়াত আমির ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল ইসলামি বিপ্লব মানে ক্ষমতা দখল নয় : নুরুল ইসলাম বুলবুল

সকল