ব্যাটে সেরা নাঈম বোলিংয়ে আলাউদ্দিন
- ক্রীড়া প্রতিবেদক
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেষ হলো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-২০ সংস্করণের প্রথম মৌসুম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর-ঢাকা মহানগর ফাইনালে চার-ছক্কার ফুলঝুরি দূরে থাক, রান করতেই ব্যাটারদের রীতিমতো বেহাল অবস্থা। ফাইনাল যেমনই হোক, দেশীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এনসিএলের প্রথম মৌসুমে ব্যাটিং-বোলিংয়ের ভারসাম্যপূর্ণ লড়াই ছিল।
পুরো টুর্নামেন্টে ৭.৭৫ ইকোনমিতে রান উঠেছে। ৭২৩ চার ও ৪১৮ ছক্কা হয়েছে। নাঈম শেখ, নুরুল হাসান সোহানদের সাথে পাল্লা দিয়ে রান করেছেন জিসান আলম, আজিজুল হাকিম তামিমের মতো তরুণরা। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপ জয়ী বাংলাদেশ অধিনায়ক তামিম এবারের এনসিএলে খুলনার হয়ে ৯ ম্যাচে ২৬.৩৩ গড় ও ১৩৬.৯৯ স্ট্রাইকরেট ২ ফিফটিতে ২৩৭ রান করেছেন। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান।
ঝড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন জিসান আলম। ১৫৮.৭৬ স্ট্রাইকরেটে সিলেটের এই ওপেনার এক সেঞ্চুরিতে করেন ২৮১ রান। সবচেয়ে বেশি রান করেছেন নাঈম শেখ। ঢাকা মেট্রোর হয়ে করেছেন ৩১৬ রান। সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিন ও চারে আছেন নুরুল হাসান সোহান ও হাবিবুর রহমান সোহান। রান যথাক্রমে ২৬৬ ও ২৫৯। এ ছাড়া ব্যাটিংয়ে ২০০ বা তার বেশি রান করেছেন ইমরানুজ্জামান (২২৮), আরিফুল ইসলাম (২১৩), আকবর আলী (২০৮) ও তৌফিক খান (২০০)।
সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়েছেন রংপুরের আলাউদ্দিন বাবু। ৫.৫০ ইকোনমিতে বোলিং করেছেন এই পেসার। দুইয়ে থাকা চট্টগ্রামের আহমেদ শরীফ নিয়েছেন ১৭ উইকেট। তিন থেকে পাঁচ-সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় থাকা এই তিন বোলারই মেট্রোর। ১৫, ১৪ ও ১৩ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান, আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি।
নাঈম শেখ ও নুরুল হাসান সোহান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিন ধরেই বাইরে। জাতীয় দলের জার্সিতে নাঈম সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ৯ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশ হেরেছিল ২১ রানে। সোহানও আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও হেরেছিল বাংলাদেশ।
প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে রংপুর পেয়েছে ২০ লাখ টাকা। রানার্সআপ ঢাকা মেট্রো পেয়েছে ১০ লাখ টাকা। ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে আবু হায়দার রনি পেয়েছেন ১ লাখ টাকা পুরস্কার। এ ছাড়া টুর্নামেন্ট সেরা ব্যাটার মেট্রোর অধিনায়ক নাঈম শেখ ও সেরা বোলার রংপুরের আলাউদ্দিন বাবু দু’জনেই পেয়েছেন ৫০ হাজার টাকা করে। ফাইনাল সেরার পুরস্কার ২০ হাজার টাকার অর্থ পুরস্কার পান মুকিদুল ইসলাম মুগ্ধ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা