বিমানবাহিনীকে হারাল হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ
- ক্রীড়া প্রতিবেদক
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মোট ১২ পিসি পেয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। তন্মধ্যে ম্যাচের শেষ মুহূর্তে টানা ৬টি। সেখান থেকে মাত্র এক গোল আদায় করতে পারে। তাতেই স্পষ্ট পেটেভাতে দল গড়ে খেলতে আসা হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যপরিষদের পারফরম্যান্স। এখানেই শেষ নয়। প্রথম গোল বিমানবাহিনী দিলেও শেষ পর্যন্ত তাদের হারিয়ে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিমো-নিলয়-শিমুল-আমিরুলরা।
ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারে এক গোলে এগিয়ে থাকে বিমানবাহিনী। তৃতীয় কোয়ার্টারে ৩-২ গোলে এগিয়ে থাকে ঐক্যপরিষদ। শেষ কোয়ার্টারে ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পন্সরের অভাবে ধুঁকতে থাকা হকি খেলোয়াড় কল্যাণের সদস্যরা।
সাতজন জাতীয় খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত বিমানবাহিনীর সাথে সমানে পাল্লা দিয়েই খেলেছে ঐক্যপরিষদের সদস্যরা। বিমানবাহিনীর গোলদাতা রকি, আরশাদ ও সবুজ। ঐক্যপরিষদের হয়ে আব্দুল আলীম দু’টি, আমিরুল, হাসান জুবায়ের নিলয় একটি করে গোল করেন।
ম্যাচ শেষে অভিজ্ঞ হাসান জুবায়ের নিলয় জানান, ‘এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। বলতে পারেন আমরা সেমিফাইনাল খেলে ফেলেছি। আমাদের স্বপ্নের প্রথম ধাপ পূর্ণ হলো। নিজেদের ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ হয়েছে। এখনো স্পন্সরের আশায় আছি। কেউ যদি আমাদের থাকা-খাওয়ার সমাধান করে দেন।’
বিমানবাহিনীর কোচ হেদায়েতুল ইসলাম রাজীব দলের পরাজয়ের ব্যাখ্যায় বলেন, ‘আম্পায়ার মোহাম্মদ আলী খান পিয়াল আমাদের হারিয়েছে। তারা বেশির ভাগ সিদ্ধান্তই সঠিক হয়নি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা